
আবদুল্লাহ আল নোমান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)
রাঙামাটি জেলা বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
(১৪ সেপ্টেম্বর ২০২৫ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জোন কমান্ডারের দিকনির্দেশনায় নায়েক সুবেদার মোঃ আল মাহমুদ খানের নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা কাঠলোডিং পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় চোরা কারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে পালিয়ে যায়।
পরে টহল দল পরিত্যক্ত অবস্থায় ১৬১.৯৫ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করে। জব্দকৃত কাঠের বাজারমূল্য আনুমানিক ৩,২৩,৯০০/- (তিন লক্ষ তেইশ হাজার নয়শত) টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করছে,
ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।