
মোঃ নোমান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা ২৭ বিজিবি অভিযানে আগর কাঠ জব্দ করা হয়েছে।
০৮ জুলাই ২০২৫ বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
০৭ জুলাই ২০২৫ তারিখ মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আল মাহমুদ খান এর নেতৃত্বে গোয়েন্দা সূত্রের তথ্যমতে চেক পোষ্টের পার্শ্বে একটি ফাঁদ পাতলে ০৩টি মোটর সাইকেল আসতে দেখা যায়। ফাঁদে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ মোটর সাইকেল ধরার জন্য ধাওয়া করলে তড়িঘড়ি করে মোটর সাইকেলে আরহনকারীগণ সংগে বহনকৃত ০৪ (চার) বস্তা আগর কাঠ ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দকৃত আগর কাঠের ওজন ১৮৫ কেজি, যার মূল্য ৫,৫৫,০০০/- (পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালন প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।