
আবদুল্লাহ আল নোমান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)
বাঘাইছড়িতে পবিত্র মাহে রমজান মাসের শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি শাখা
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৯৯ রাঙামাটি সংসদীয় আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলার নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম,পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলা সুরা সদস্য অ্যাডভোকেট রহমত উল্লাহ। উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবী এসময় স্বাগত বক্তব্য রাখেন জামায়াতে উপজেলা সেক্রেটারি জাফর আহম্মদ,শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মোঃ ইউসুপ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াত ইসলামি বাঘাইছড়ি উপজেলা আমির মাওলানা কবির আহমেদ এবং সঞ্চালনা করেন উপজেলা সহ সেক্রেটারি মোঃ আবছার হোসেন ও উপজেলা প্রচার সম্পাদক ডা সরদার আব্দুর রহিম।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।