বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
২৩ জানুয়ারি ২০২৫ ইং মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক বাঘাইছড়ি বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষা সামগ্রী বিতরণ এর সময় উপস্থিত ছিলেন মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
এসময় উপস্থিত অতিথিরা বলেন মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পর্যায়ক্রমে জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ প্রকাশ করেন।