
বাঘাইছড়ি (রাঙ্গামাটির) প্রতিনিধি: বাঘাইছড়ি রাঙ্গামাটি যাগো ফাউন্ডেশনের উদ্যোগে ইউনাইটেড ফাইনাসের অর্থায়নে, ভোলেন্টিয়ার পর বাংলাদেশের রাঙ্গামাটি শাখা সার্বিক সহযোগিতায় বাঘাইছড়ি উপজেলায় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী, ওষুধ ও ফলজ চারা বিতরণ করা হয়।
ভিবিডি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান ইফাতের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ভিবিডি চট্টগ্রাম ডিভিশনের সাংগঠনিক সম্পাদক মীর হাছিবুর রহমান, বাঘাইছড়ি উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল নোমান, বাঘাইছড়ি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, ভিবিডি রাঙ্গামাটি জেলার কমিটি মেম্বার মোহাম্মদ যোবায়ের, আসিফ সালেহ বিন কামাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।
এতে ৬৫ জন পরিবারের মাঝে চাল, গুড়, তেল, পিয়াজ, বিস্কুট সাবান, প্রয়োজনীয় ওষুধ সহ ১৩০ টি ফলের চারা বিতরণ করা হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























