
বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার,
সহকারী প্রধান শিক্ষক লিটন দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডমিনিস্ট্রেশন স্কুলের সহকারি শিক্ষক সক্রেটিস চাকমা, সানজিদা আক্তার, ইতালী চাকমা, নয়ন দাশ, শামীমা আক্তার, নাঈম উদ্দিন কাদের, শারমিন আক্তার, মোস্তফা কামাল,
চৈতি চাকমা, জেসমিন আক্তার সহ অভিভাবকবৃন্দ, নবীন ও বিদায় ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল ইসলামের এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সক্রেটিস চাকমা।
সহকারি শিক্ষকরা বক্তবে বলেন, এডমিনিস্ট্রেশন স্কুলের শিক্ষার্থীরা অনেক দূর দুরান্ত থেকে এসে পড়াশোনা করে, ভালো ফলাফলের পাশাপাশি তারা সহ শিক্ষা বিশেষ করে খেলাধুলা, নাচ গান ইত্যাদি বিষয়ে দারুণ পারদর্শী, ভালোভাবে গাইড করতে পারলে তারা ভবিষ্যত দেশ গড়ার কারিগর হিসেবে রুপান্তরিত হবে৷ এছাড়াও অত্র বিদ্যালয়ের থেকে প্রথম বারের মতো এস এস সি পরীক্ষায় অংশগ্রহন করবে যাতে তারা সবাই ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয় সুনাম বয়ে আনতে পারে এই চেষ্টা করেন।
প্রধান অতিথির বক্তব্যে এডমিনিস্ট্রেশন স্কুলের এন্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসাবে নিজেকে গর্ববোধ করেন ২০১৮ সালে প্রতিষ্ঠিত এডমিনিস্ট্রেশন স্কুল এগিয়ে যাচ্ছে। এ বছর প্রথম বাবের মতো এডমিনিস্ট্রেশন স্কুল থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহন করতে যাচ্ছে। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতির পাশাপাশি নিজের স্বাস্থের প্রতি যত্নবান হবে কারন স্বাস্থ্য ভালো থাকলে পড়াশোনাও ভালো হবে৷
এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক লিটন দত্ত বলেন,এবার এসএসসি পরীক্ষা দিবে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবে কোন অসাধু পন্থার অবলম্বন করবে না এতে করে তোমাদের জীবন সুন্দর ও আলোকিত হবে বলে আমি বিশ্বাস করি। সর্বপরি তোমাদের একজন ভালো মানুষ হতে হবে।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশন মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 



























