
বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) উদ্যোগে শতাধিক গরিব ও অসহায় পরিবারের শীতার্ত মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ
রবিবার (২২ জানুয়ারি) খাগড়াছড়ি সেক্টর বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি কর্তৃক বিনামূল্যে বাঘাইছড়ি উপজেলার হাগালাছাড়া, মুসলিমপাড়া, ১০ নাম্বার বাঘাইহাট,হাজাছড়া এবং বামে – বাইবা ছড়া এসব এলাকার ১০০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত বিতরণ অনুষ্ঠানে অতিথি মধ্যে উপস্থিত ছিলেন মেজর মো নাজমুল হাসান, এএমসি,ভারপ্রাপ্ত উপ অধিনায়ক, সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া, ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্য সহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রচন্ড এই শীতে দুর্গম অঞ্চলের মানুষেরা কম্বল হাতে পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ কে কৃতজ্ঞতা জানান।
মুক্তির লড়াই ডেস্ক : 



























