
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লা জেলার মুরাদনগরে মাদক পাঁচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজিম মিয়া(৩৭)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। আটককৃত সাজাপ্রাপ্ত আসামী মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের ডালপা গ্রামের শিশন মিয়ার ছেলে।
জানা যায়, রাজধানী ঢাকার কাফরুল থানার ২০২০সালের একটি মাদক মামলায় মুরাদনগর উপজেলার ডালপা গ্রামের শিশন মিয়ার ছেলে আজিমকে ২০২৩ সালে যাবজ্জীবন সাজা ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। সাজা প্রদানের পর থেকেই আসামী আজিম পলাতক ছিলেন।
বাঙ্গরা বাজার থানার এএসআই আল আমিন তথ্য প্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর থেকে শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে পলাতক আসামী আজিমকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটকের পর রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























