ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার

বাবা

বাবা
অন্তরা বনিক

আমি এক ছায়ায় থাকি।
যেখানে আছে অনেক মায়া।।
আগলে ত আমায় মা রাখে
আমায় বাঁচিয়ে রাখে বাবা ।।

রোজ সকালে ঘুম থেকে উঠে
যখন মন পছন্দের খাবার পায়।।
আমার বাবা তখন ব্যাস্ত থাকে
সব ছেড়ে আমাকে ভালো রাখার চিন্তায়।।

মাসের শেষে আমার বাবা
নিজের পছন্দকে দেয় ছার।।
যাতে আমরা সবাই আনন্দে থাকি।
ভালো থাকে এই সংসার ।।

আমার বাবার কাছে পাঁচ টাকা চাইলে
সে পঞ্চাশ টাকাও হাতে তুলে দেয়।।
পঞ্চাশ টাকা দিয়ে সে তার মনে
আমার আনন্দ অনুভব করে নেয়।।

আমাকে যখন প্রচন্ড বোকা দিয়ে।
আমাকে দূরে সরিয়ে দেয় বাবা।।
আমি দেখেছি সবাই কে লুকিয়ে।
আমার থেকে বেশি বাবার কষ্ট পাওয়া।।

আমি বাবা কে কখনোই
দেখিনি কিছুতেই ভয় পেতে।।
শুধু বেতিক্রম আমার বাবার ক্ষেত্রে।
আমার শরীর খারাপ হলে।।

আমার বাবার ছুটি নেই কখনো
এই প্রচন্ড প্রকার শীতে।।
কষ্ট করে তাকে ছুটতে হয়
আমাদের আনন্দ দিতে।।

দিনের শেষে কিছু না পেয়েও
আমি দেখেছি বাবার হাসি মুখ ।।
নিজে হাজার যন্ত্রণা সহ্য করেও।
সবার আগে আমার হাতে তুলে দেয় পৃথিবীর সব সুখ।

দিনের শেষে যখন আমার বাবা।
আমার চাওয়া পাওয়ার খোঁজ নেয়।।
বাবার পকেট শূন্য হলেও
সে আমার প্রয়োজন টুকু আমার হতে তুলে দেয়।।

বারিয়ের চিন্তা থেকে দূরে রেখে।
বাবাই রাতে নিশ্চিন্তে ঘুমাতে দেয় আমায়।
হাজার দিন কষ্ট করে
বাবা আমায় আমার মনের মত পড়ায়।।

বাবার নামে বলতে গেলে।
সেটা শেষ করতে ব্যার্থ আমি।।
বাবা কে কিছু বলার নেই।
একটা কোথায় ই বলবো বাবা তোমায় বড্ড ভালোবাসি।।

(ব্যারাকপুর রাষ্টগুরু সুরেন্দ্রনাথ কলেজ, ভারত)

ট্যাগস
আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

SBN

SBN

বাবা

আপডেট সময় ০৪:৪৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

বাবা
অন্তরা বনিক

আমি এক ছায়ায় থাকি।
যেখানে আছে অনেক মায়া।।
আগলে ত আমায় মা রাখে
আমায় বাঁচিয়ে রাখে বাবা ।।

রোজ সকালে ঘুম থেকে উঠে
যখন মন পছন্দের খাবার পায়।।
আমার বাবা তখন ব্যাস্ত থাকে
সব ছেড়ে আমাকে ভালো রাখার চিন্তায়।।

মাসের শেষে আমার বাবা
নিজের পছন্দকে দেয় ছার।।
যাতে আমরা সবাই আনন্দে থাকি।
ভালো থাকে এই সংসার ।।

আমার বাবার কাছে পাঁচ টাকা চাইলে
সে পঞ্চাশ টাকাও হাতে তুলে দেয়।।
পঞ্চাশ টাকা দিয়ে সে তার মনে
আমার আনন্দ অনুভব করে নেয়।।

আমাকে যখন প্রচন্ড বোকা দিয়ে।
আমাকে দূরে সরিয়ে দেয় বাবা।।
আমি দেখেছি সবাই কে লুকিয়ে।
আমার থেকে বেশি বাবার কষ্ট পাওয়া।।

আমি বাবা কে কখনোই
দেখিনি কিছুতেই ভয় পেতে।।
শুধু বেতিক্রম আমার বাবার ক্ষেত্রে।
আমার শরীর খারাপ হলে।।

আমার বাবার ছুটি নেই কখনো
এই প্রচন্ড প্রকার শীতে।।
কষ্ট করে তাকে ছুটতে হয়
আমাদের আনন্দ দিতে।।

দিনের শেষে কিছু না পেয়েও
আমি দেখেছি বাবার হাসি মুখ ।।
নিজে হাজার যন্ত্রণা সহ্য করেও।
সবার আগে আমার হাতে তুলে দেয় পৃথিবীর সব সুখ।

দিনের শেষে যখন আমার বাবা।
আমার চাওয়া পাওয়ার খোঁজ নেয়।।
বাবার পকেট শূন্য হলেও
সে আমার প্রয়োজন টুকু আমার হতে তুলে দেয়।।

বারিয়ের চিন্তা থেকে দূরে রেখে।
বাবাই রাতে নিশ্চিন্তে ঘুমাতে দেয় আমায়।
হাজার দিন কষ্ট করে
বাবা আমায় আমার মনের মত পড়ায়।।

বাবার নামে বলতে গেলে।
সেটা শেষ করতে ব্যার্থ আমি।।
বাবা কে কিছু বলার নেই।
একটা কোথায় ই বলবো বাবা তোমায় বড্ড ভালোবাসি।।

(ব্যারাকপুর রাষ্টগুরু সুরেন্দ্রনাথ কলেজ, ভারত)