ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রূপসায় ওয়ার্ড কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা Logo লালমনিরহাটের কালীগঞ্জে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, হাতীবান্ধায় আটক-২ Logo রূপসায় রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় দ্বিতীয় দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo আমাদের উচিৎ বন্ধুত্ব লালন করা : যৌথ সংবাদ সম্মেলনে সি চিন পিং Logo চীনের অভূতপূর্ব সাফল্য বিশ্বকে অনুপ্রাণিত করেছে :‘ওয়াকিং ইন চায়না’ ইভেন্ট Logo সিএমজি রাশিয়া-চীনের মধ্যে সাংস্কৃতিক সেতু তৈরি করেছে Logo মস্কোর ক্রেমলিনে সি-পুতিন বৈঠক Logo মায়ানমারে পাচারকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ পাচারকারী আটক Logo পলাশবাড়ী এলজিইডি উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ Logo কুমিল্লায় জামায়াতে ইসলামী কর্তৃক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাসের ধাক্কায় ট্রাক্টরের হেলপার নিহত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে মঙ্গলবার (৩ অক্টোবর)রাতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় শামীম (৩৪) নামে ট্রাক্টরের এক হেলপার নিহত হয়েছেন। নিহত ওই ট্রাক্টর হেলপার উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলাইয়া গ্রামের মীর হোসেনের ছেলে।
এ সময় আহত হয়েছেন ট্রাক্টরের আরেক শ্রমিক একই গ্রামের মাওলানা আলী হোসেনের ছেলে রাজু (৩০) এবং ট্রাক্টর চালক উপজেলার আজগরা ইউনিয়নের কৃষ্ণপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫)। মঙ্গলবার রাত পৌনে ৭টার দিকে এই দুর্ঘনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, ওইদিন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কালিয়াচৌঁ নামক স্থান থেকে একটি ট্রাক্টর চন্দনার দিকে যাচ্ছিল। ওই সময় ‘একুশে এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৭৮) নামে নোয়াখালীর সোনাপুরগামী একটি যাত্রীবাহী বাস ট্রাক্টরটিকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাক্টরটি ছিটকে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাক্টরের চালক, হেলপার এবং অপর আরেক শ্রমিক গুরুতর আহত হয়। স্থানীয় জনতা বাসটি আটক করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লাকসামের একটি বেসরকারি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক্টরের হেলপার শামীমকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে উত্তরদা ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন হতাহতদের দেখতে হাসপাতালে ছুটে যান। আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
এছাড়াও তিনি হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।
তিনি দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের প্রতি অনুরোধ জানান।
এই ব্যাপারে হাইওয়ে থানা পুলিশের লাকসাম ক্রসিংয়ের উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ দুর্ঘটনাকবলিত বাস এবং ট্রক্টরটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপসায় ওয়ার্ড কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা

SBN

SBN

বাসের ধাক্কায় ট্রাক্টরের হেলপার নিহত

আপডেট সময় ০৬:১০:০০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে মঙ্গলবার (৩ অক্টোবর)রাতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় শামীম (৩৪) নামে ট্রাক্টরের এক হেলপার নিহত হয়েছেন। নিহত ওই ট্রাক্টর হেলপার উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলাইয়া গ্রামের মীর হোসেনের ছেলে।
এ সময় আহত হয়েছেন ট্রাক্টরের আরেক শ্রমিক একই গ্রামের মাওলানা আলী হোসেনের ছেলে রাজু (৩০) এবং ট্রাক্টর চালক উপজেলার আজগরা ইউনিয়নের কৃষ্ণপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫)। মঙ্গলবার রাত পৌনে ৭টার দিকে এই দুর্ঘনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, ওইদিন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কালিয়াচৌঁ নামক স্থান থেকে একটি ট্রাক্টর চন্দনার দিকে যাচ্ছিল। ওই সময় ‘একুশে এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৭৮) নামে নোয়াখালীর সোনাপুরগামী একটি যাত্রীবাহী বাস ট্রাক্টরটিকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাক্টরটি ছিটকে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাক্টরের চালক, হেলপার এবং অপর আরেক শ্রমিক গুরুতর আহত হয়। স্থানীয় জনতা বাসটি আটক করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লাকসামের একটি বেসরকারি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক্টরের হেলপার শামীমকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে উত্তরদা ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন হতাহতদের দেখতে হাসপাতালে ছুটে যান। আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
এছাড়াও তিনি হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।
তিনি দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্ট বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের প্রতি অনুরোধ জানান।
এই ব্যাপারে হাইওয়ে থানা পুলিশের লাকসাম ক্রসিংয়ের উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ দুর্ঘটনাকবলিত বাস এবং ট্রক্টরটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।