
নাহিদ জামান, খুলনা
খুলনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাশকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেল সোয়া ৪টায় নগরীর ইস্টার্ন গেট এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খানজাহান আলী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগে সাম্প্রতিক সময়ের ঘটনায় এসআই সুকান্তের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা জানান, ওই সময় ইস্টার্ন গেট এলাকায় বিএনপির একটি কর্মসূচি চলছিল। এ সময় সিএনজি চালিত একটি থ্রি-হুইলারে করে যাচ্ছিলেন এসআই সুকান্ত। গাড়িটি যাত্রী ওঠানোর জন্য থামলে বিএনপির কিছু নেতাকর্মী তাকে সনাক্ত করে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। পরে দলের সিনিয়র নেতারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সুকান্তকে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে তার শরীরে বড় ধরনের আঘাত নেই, শুধু টি-শার্ট ছিঁড়ে গেছে।