
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন আটোয়ারী উপজেলা শাখার কমিটি অনুমোদন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোঃ সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান স্বাক্ষরিত দুই বছর মেয়াদে কমিটি অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে সভাপতি মোঃ জারিফ হোসেন চৌধুরী মনি ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সম্মিলিত ভাবে নির্বাচিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমইউজের পঞ্চগড় জেলা শাখার সভাপতি শাহিন আলম আশিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইরান ও সিনিয়র সহসভাপতি ইভেন। আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী, শাহাজাহান আলী বাদল, আবু জোহা, আরিফুজ্জামান রুবেল, মোঃ আব্দুস সোবহান, আরাফাত, আব্দুস সামাদ, নোমান, হোসেন সরকার সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শাহিন আলম আশিক বলেন মর্যাদা ও অধিকার আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরী। নানান স্বার্থান্বেষী মহলের অন্যায় বলপ্রয়োগ ও সাংবাদিকদের সত্য প্রকাশে বিগ্ন ঘটাতে ক্ষমতাবান একটি শ্রেণি সর্বদা তৎপর থাকে, যা সাংবাদিক পেশায় ঝুঁকিসহ মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। তাই সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকবার কোনো বিকল্প নাই।
আরও বক্তব্য রাখেন আরিফুল ইসলাম ইরান, ইভেন,মোঃ জারিফ হোসেন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া সহ উপস্থিত সাংবাদিক বৃন্দ। দেশ ও মানুষের কল্যাণ কামনায়,দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি করা হয়।