নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ মহান স্বাধিনতার ৫১ তম বছর পূর্তি উপলক্ষে, জাতীয় শ্রমিকলীগ রূপসার আইচগাতী ইউনিয়ন শাখার আয়োজনে ৯ ডিসেম্বর বিকেলে এক বর্নাঢ্য র্যালি ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা শ্রমিকলীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফের সার্বিক ব্যবস্থাপনায় এবং ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে মিছিলটি বারপূর্নের মোড় হতে শুরু হয় এবং সেনের বাজার চৌরাস্তা মোড়ে এক পথসভার মধ্যদিয়ে শেষ হয়।
বিজয় ও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মোতালেব হোসেন, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন আহম্মেদ, সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, জেলা শ্রমিকলীগ নেতা মোহন শেখ, আব্দুস সাত্তার শেখ, মোঃ বারেক খাঁন, মোঃ হায়দার আলী খাঁন, ইউনিয়ান শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ খোকন হাওলাদার, আশরাফুল ইসলাম আসাফাত, এরশাদুজ্জামান এরশাদ, ফয়সাল আহম্মেদ, মোঃ সোবহান শেখ। এছাড়া ইউনিয়ান শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ সোহাগের পরিচালনায় উপস্থিত ছিলেন শ্রমিকলীগ নেতা জহির রায়হান, আরজ আলী বিশ্বাস বাবু, খুরশিদা বেগম, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ সোহাগ ফারাজি, মোঃ মিজান শেখ, মোঃ জুয়েল শিকদার, মোঃ শিমুল শেখ, সাকিব হাওলাদার, মোঃ বুলবুল শেখ, আনিস সরদার, আজাদ হাওলাদার সহ শত শত নেত্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।