
আগামী ৩ সেপ্টেম্বর, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ৮৫টি ভাষায় বিশ্বজুড়ে দর্শক-শ্রোতাদের জন্য, চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ এবং বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকীর স্মরণে আয়োজিত মহাসম্মেলন ও সামরিক কুচকাওয়াজ সম্প্রচার করবে।
চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠানের আন্তর্জাতিক সম্প্রচারের জন্য, সিএমজি ৩টি আন্তর্জাতিক ভাষা যুক্ত করেছে, যেগুলো হচ্ছে: আইরিশ, পিজিন ও কিনয়ারোয়ান্ডা ভাষা। এতে পশ্চিম ইউরোপ, দক্ষিণ প্যাসিফিক অঞ্চল ও মধ্য-পূর্ব আফ্রিকা অঞ্চলে সিএমজি-র অনুষ্ঠান কাভারেজের আওতায় বাড়বে। ৮৫টি ভাষা নিয়ে সিজিটিএন বিশ্বের সবচেয়ে বেশি ভাষার আন্তর্জাতিক মূলধারার মিডিয়া হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।
এখন পর্যন্ত, সিএমজি-র সিজিটিএনের সারাবিশ্বে ৭০ কোটি টিভিদর্শক ও ৬০ কোটি নতুন যোগাযোগ মাধ্যমের ফ্যান রয়েছে; প্রতিদিন টিভি চ্যানেল, রেডিও, অ্যাপ্লিকেশন ও বিদেশী নতুন যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বিদেশী হট টপিক প্রতিবেদন করছে এবং চীনা কণ্ঠস্বর পৌঁছে দিচ্ছে এটি। পাশাপাশি, বিশ্বব্যাপী ৪ হাজার ৭শটিরও বেশি মূলধারার সংবাদ সংস্থার সাথে সিজিটিএন যৌথভাবে কাজ করছে, বিশ্বের জন্য ভালোভাবে চীনা চিত্র প্রদর্শন করা ও চীনের চীন্তাভাবনা গভীরভাবে ব্যাখ্যা করার জন্য।
সম্প্রতি, চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ এবং বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকীর স্মরণ কার্যক্রমকে কেন্দ্র করে, সিএমজি-র সিজিটিএন তথ্যচিত্র, ফিচার ফিল্ম, প্রতিবেদন, ভাষ্য প্রবন্ধসহ নানা ধরণের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্প্রচার করেছে, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে জাপানের আগ্রাসনবিরোধী মহান যুদ্ধের চেতনাকে প্রচার করার জন্য।
সূত্র:অনুপমা-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।