
বিজয় আমাদের
মনজুর মোরশেদ
আজকে স্বাধীন তুমি-আমি
স্বাধীন আমার সোনার ভূমি
আনতে গিয়ে জয়,
মায়ের বুকের সোনামণির
এক-একটা সে হিরার খনির
রক্তের বিনিময়।
অন্ধকারে পাক হানাদার
পুড়ে করে সব ছারখার
ছুঁড়ল কতগুলি,
ঘরগুলো সব পুরুষ শূন্যে
পাক হানাদার হইলো হন্যে
উড়িয়ে দেয় খুলি।
কত মা-বোন মান হারিয়ে
বুকের সাহস দেয় বাড়িয়ে
হাতে নেয় শমসের,
সবাই এসো যুদ্ধ হবে
স্বাধীন করে ফিরব তবে
বিজয় আমাদের।
শ্লোগানে সব মুখরিত
হায়েনা গুলো হইল ভীত
পালিয়ে গেল সবি,
স্বাধীন দেশের পুব আকাশে
উঠলো সোনার রবি।