
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেছে লাকসাম প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্যরা।
সোমবার সকালে লাকসাম প্রেস ক্লাবের আহ্বায়ক মনির আহমেদের নেতৃত্বে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় থেকে বিজয় র্যালী নিয়ে লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় লাকসাম প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান স্বপন, সদস্য সচিব ফারুক আল শারাহ, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সদস্য কামরুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, চন্দন সাহা, তমিজ উদ্দিন আহমেদ চুন্নু, এমএ জলিল, মাসুদ পারভেজ রনি, শাহ মো. নুরুল আলম, মোজাম্মেল হক আলম, নাজমুল হাসান, মো. আহসান উল্ল্যাহ, আবদুল মালেক হিরণ, দেলোয়ার হোসেন মনির, নাজমুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোহিনুর প্রীতি, শারমিন সুলতানা রুমাসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 





















