স্টাফ রিপোর্টার, বরুড়া
রোববার ১৫ই ডিসেম্বর বরুড়ার কশামীতে মোর্শেদা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষক শিক্ষার্থী, শিক্ষার্থীর অভিভাবক, এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠীর মাঝে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কশামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোর্শেদা চৌধুরী এ্যানীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোলাইমান, মোঃ আবদুল কুদ্দুস প্রধান, মোঃ মিজানুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হক সহ কশামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ সহ এলাকার গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আব্দুস সালাম সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, ইলেক্ট্রনিক ও প্রেস মিডিয়ার সাংবাদিক ও মানবাধিকার কর্মী এবং অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
এদিন পুরষ্কার ও সন্মাননা ক্যাটাগরী পুরস্কৃত হউন শ্রেষ্ঠ স্কুল সভাপতি মো: আব্দুস সালাম, শ্রেষ্ঠ সময়নিষ্ঠা প্রধান শিক্ষক চিনু রানী দত্ত, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোঃ আনিসুজ্জামান রিপন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মাহমুদা আক্তার, শ্রেষ্ঠ সুন্দর হাতের লেখা শিক্ষক মাহমুদা সুলতানা, শ্রেষ্ঠ স্কুল ব্যবস্থাপক মরিয়ম আক্তার, বিপিএড প্রশিক্ষণে ১ম স্থান অর্জনকারী শিক্ষক নার্গিস আক্তার খ. মীর মরিয়ম আক্তার, শ্রেষ্ঠ অভিভাবক ২ জন গৌরি পাল (কাসেড্ডা) ও খাদিজা আক্তার (কশামী)। শ্রেষ্ঠ সমাজকর্মী সাকিলা জামান (বরুড়া নারী অধিকার ফোরাম), শ্রেষ্ঠ কবি দেন্নাগরের কবি সোহেল রানা, শ্রেষ্ঠ ইলেক্ট্রনিক ও প্রেস মিডিয়ার সাংবাদিক মোঃ ইকরামুল হক দৈনিক মানবজমিন ও দৈনিক শিরোনাম।
এছাড়াও প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২খ্রি. উত্তীর্ণ জান্নাতুল নওশীন ভূঁইয়া (কশামী স্কুল), পায়েল দে (কশামী স্কুল), কারিমা সুলতানা (কশামী স্কুল), সামিউল ইসলাম আনান (কশামী স্কুল), সাকিব মাহতাব উদ্দিন (কশামী স্কুল), ইসমাইল হোসেন (কশামী স্কুল), ইলমা আহমেদ আকা (বরুড়া বালিকা স্কুল), আফরিন জাহান কেয়া (বরুড়া বালিকা স্কুল) সহ মোট আট জনকে ক্রেস্ট দিয়ে সন্মাননা প্রদান করা হয়েছে।
এদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ অসহায় নারী, স্মার্ট শিক্ষক, মেধাবী শিক্ষার্থী, মেধাবী সাংবাদিক সহ নানান ক্যাটাগড়ীতে সম্মাননা প্রদান ও গরীব অসহায়দের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।