
মোর্শেদা চৌধুরী এ্যানি
দিন, সপ্তাহ এবং মাস চলে যায় বছরের পর বছর,
ঋতুর পরে ঋতু আসে যায় করে তারা পালা বদল।
কিছু সময় সুখে কেটে যায় কিছু সময় যায় দু:খের,
দিনের সূর্য ডুবে গিয়ে আঁধার কেটে যায় দুঃস্বপ্নের!
জীবন সঙ্গীর অনাদর-অবহেলা ছিল যতই কমতি,
স্বার্থের জন্য স্নেহের পরশে সাক্ষাৎ হয়েছে জলদি।
কষ্ট যাতনার কিছু ঘটনা মেনে নেয়া ছিল খুব কঠিন,
অন্যের বিপদে দৌঁড়ে ছুটেছি বেশির ভাগেই প্রবীণ।
সহকর্মীদের মন রক্ষাতে নিজের স্বার্থ করেছি ত্যাগ,
ভালো আচরণ করেছি সদা জীবনে আসেনি মেঘ।
মুরব্বিদের মুখে হাসি ফোটাতে হয়েছি সদা প্রস্তুত,
সন্তানের শত আবদার মেটাতে করিনি একটু মন্থর।
নিন্দিত হয়েছি জ্ঞানী ব্যক্তির নিকট নিয়তির রাজত্বে,
ঘৃণার ছলে আঘাত খেয়েছি পাঁজি লোকের ষড়যন্ত্রে!
গোলাপ ফুলের সুভাষিত ঘ্রাণে মন হয়ে উঠে ব্যাকুল,
বুকের মানুষের খারাপ আচরণে অন্তর পুড়ে আকুল!
চাকরি ক্ষেত্রে মনের বিরুদ্ধে ঘটে যায় অনেক ঘটনা,
বিনা দোষে দোষী হয়েছি রটেছে সমাজে কেউ রটনা!
ব্যবসায় ক্ষেত্রে খাম-খেয়ালীর যোজন যোজন ফাঁক,
দ্রব্য মূল্যের উর্ধগতিতে মধ্যবিত্তের মাথায় উঠেছে হাত!
মুক্তির লড়াই ডেস্ক : 


























