১ লা জানুয়ারি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র মহাপরিচালক শেন হাই সিয়োং আজ (সোমবার) সিজিটিএন, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এবং ইন্টারনেটের মাধ্যমে বিদেশী দর্শক- শ্রোতাদের নববর্ষের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছাবার্তায় বলেন,প্রিয় বন্ধুরা, নববর্ষের প্রথম সূর্যালোকের সাথে আমরা আশাময় ২০২৪ সালে প্রবেশ করছি। বেইজিং থেকে আমি আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি!
২০২৩ সালে চীনের প্রস্তাবিত ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের দশম বার্ষিকী উদযাপিত হয়েছে। এ পথে সমৃদ্ধির ফুল ও সংগীতের সুর ভরা ছিল। চীন বিশ্বের সাথে হাতে হাত রেখে, সামনে এগিয়ে চলেছে। চায়না মিডিয়া গ্রুপ, এ সমৃদ্ধির পথে, অন্যান্য সভ্যতার সাথে বিনিময় জোরদার করে আসছে এবং ক্যামেরা ও লেখালিখির মাধ্যমে, মানবজাতির মনোমুগ্ধকর ও সুন্দর মুহূর্তগুলো রের্কড করে চলেছে।
গেল বছর আমরা ‘চেতনা যোগ শিল্প যোগ প্রযুক্তি’র ধারণাকে নতুন পর্যায়ে উন্নীত করেছি। ‘সি চিন পিংয়ের পছন্দের উদ্ধৃতি’ শীর্ষক গ্রন্থের দ্বিতীয় সংস্করণ বহু ভাষায় বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রকাশিত হয়েছে। “ছুন ছিউ সাম্রাজ্যের সাহিত্য”, “অতীতের চীনের সন্ধান’ ‘সভ্যতার মুখোমুখি’-সহ অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, চীন ও বিশ্ব সভ্যতা আলোকিত হয়েছে। হাং চৌ এশিয়া গেমস আমাদের নেটওয়ার্কের কল্যাণে ৪১৪০ কোটি পার্সন-টাইমস দর্শক-শ্রোতার কাছে পৌঁছেছে, যা ইতিহাসের একটি নতুন রেকর্ড।
গেল বছর আমাদের বন্ধুবৃত্ত আরও বড় হয়েছে। পুরানো বন্ধুরা তো ছিলেনই; তাদের সঙ্গে যুক্ত হয়েছেন নতুন অনেকে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে ৫৮টি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছি, এবং দ্বিতীয় বিশ্ব গণমাধ্যম সৃজনশীল ফোরাম, আসিয়ান গণমাধ্যম সহযোগিতা ফোরাম, আফ্রিকান গণমাধ্যম সহযোগিতা ফোরাম আয়োজন করেছি। আমরা ‘চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন ও বিশ্ব’ শিরোনামে ৫১টি অনুষ্ঠান তৈরি করেছি, যা বিশ্বব্যাপী প্রচারিত হয়েছে; ‘সভ্যতা কী?’ শীর্ষক ৮টি বিশ্ব প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন দেশের বন্ধুদের কাছে শান্তিপূর্ণ উন্নয়ন, পারস্পরিক কল্যাণ ও সহযোগিতা এবং অভিন্ন সমৃদ্ধির চেতনা প্রচার করেছি।
বর্তমান বিশ্ব অতোটা শান্তিপূর্ণ নয়। তাই, শান্তি, উন্নয়ন, সহযোগিতা এবং অভিন্ন কল্যাণ খুবই প্রয়োজন! আমরা আনন্দের সঙ্গে দেখতে পাচ্ছি যে, আন্তর্জাতিক সমাজের বন্ধুদের অনেকেই চীনের প্রস্তাব ও উদ্যোগ সম্পর্কে ভালো ধারণা পাওয়ার চেষ্টা করছেন এবং পাচ্ছেনও।
এপেকের সম্মেলন চলাকালে, লস অ্যাঞ্জেলেসে আমাদের আয়োজিত ‘চীন-যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক বন্ধুত্বপূর্ণ সংলাপ’ ভালো প্রতিক্রিয়া পায়। মার্কিন ফ্লাইং টাইগারের শতবর্ষী সদস্য জনাব হ্যারি মোয়ারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি আমাকে বলেছেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ার উদ্যোগে সবার মনের কথা ফুটে উঠেছে। স্বদেশে ফেরার পর আমি মার্কিন লিঙ্কন মিডল স্কুলের শিক্ষার্থীদের তৈরি পোস্টকার্ড, গ্লোব ও ছোট অলঙ্কার পেয়েছি। সেসব সুন্দর উপহারে আমি শিশুদের শান্তি, বন্ধুত্ব ও সৌন্দর্যের প্রতি আকর্ষণ অনুভব করেছি।
বিশ্বের বৃহত্তম জটিল মিডিয়া গ্রুপ হিসেবে চায়না মিডিয়া গ্রুপের বয়স মাত্র ৫ বছর হয়েছে। পদ্মের কুড়ি থেকে বর্তমানে পাখির মতো আকাশে উড়ছে সিএমজি। গত বছর আমরা বিদেশে ১৯১টি মিডিয়া সেন্টার এবং ৬৭টি দেশ ও অঞ্চলে সম্প্রচার নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছি। সিজিটিএন-এর বিশ্বজুড়ে গ্রাহকের সংখ্যা ৭০ কোটি ছাড়িয়েছে। আমরা বহুবার আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ রিপোর্ট সবার আগে ব্রেক করতে পেরেছি। আন্তর্জাতিক প্রথম সারির গণমাধ্যমে পরিণত হওয়ার অগ্রযাত্রায় আমরা অব্যাহতভাবে ‘স্ক্রিনে সব ভালো অনুষ্ঠান’ শ্লোগান নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি।
প্রিয় বন্ধুরা, ২০২৪ সাল হচ্ছে চীনের চান্দ্রপঞ্জিকা অনুসারে ড্রাগন বর্ষ। ড্রাগন চীনা সভ্যতায় শুভ ও সুন্দরের প্রতীক। ড্রাগন সবার জন্য কল্যাণ বয়ে আনে; ড্রাগন স্বর্গ ও মর্তের মধ্যে তথা মানবজাতির সাথে প্রকৃতির সহাবস্থানের চেতনার প্রতীক। চীনা জনগণ ড্রাগন বর্ষে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম জন্মবার্ষিকী পালন করবে। চায়না মিডিয়া গ্রুপ বিশ্ববাসীকে আরও সুন্দর চীনা গল্প, বিশ্বের গল্প শোনাবে; মানবজাতির সভ্যতার আধুনিক অধ্যায় সৃষ্টিতে ভূমিকা রাখবে, এবং একসঙ্গে নতুন বসন্তকে স্বাগত জানাবে।
আপনাদেরকে এবং বিশ্বকে আবারও শুভেচ্ছা! শুভ নববর্ষ! সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।