ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মহেশখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড Logo কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ Logo শেরপুর–ময়মনসিংহ সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামাল সহ কাভার্ডভ্যান ও ইজিবাইক আটক Logo কটিয়াদীর বনগ্রাম বাজারে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা Logo সরাইলে এনসিপির উঠান বৈঠকে বক্তব্য দিয়ে শিক্ষকের দুঃখপ্রকাশ Logo ‎বরুড়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ভোলাহাট রেশম উন্নয়ন বোর্ডের জোনাল অফিস দুর্নীতির আখড়া Logo বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ১১ অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা Logo টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ মাদক পাচারকারী আটক Logo শেরপুরে ১ বছর সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী গ্রেফতার

বিধাতার বিচার

সৌমেন্দু লাহিড়ী

“কষ্ট করলে কেষ্ট মেলে”,
একথা যেমন ঠিক,
আবার,অন্যেরে দিলে কষ্ট,
কেষ্ট কষ্ট পান সঠিক।

অপরের ক্ষতি করলে পরে
সে “ক্ষতি” ঢোকে নিজের ঘরে,
হয়ত দেরী হয়,
কিন্তু তা হতে বাঁচার বিশ্বে
কোনো উপায় নাই।

বন্ধু একটি গল্প বলছি শোনো-
এক নিরীহ কবির ক্ষতি একদিন
করেছিল কেউ কোনো।

নিরাপরাধ কবির তখন
কেঁদে উঠেছিল প্রাণ,
সহ্য শক্তি তখন তাঁরে
বিধাতা করেন দান।

বহু দোষারোপই করা হয়
সেই সে কবির পরে,
অপপ্রচার চালানো হয়
যেথা সেথা লোক ধরে।

যে মানুষ চান তখন কবিরে
ধনে প্রাণে দিতে মেরে,
তার কিছুদিন পরে…
সে মানুষ হতে তারই পুত্র
বিধাতা নিলেন কেড়ে।

নিয়তির এটি নির্মম পরিহাস।
অপরের ক্ষতি করলে হয়
নিজেরই সর্বনাশ।

নিরাপরাধ পেলেন তাঁর
চোখের জলের দাম,
দুষ্টু লোকের কৃত কর্মের
হল এই পরিনাম।

সেই জন্য বন্ধু তোমায়
আমি করি আবেদন,
পরম পিতার কাছে কর তুমি
আত্ম সমর্পণ।

তাঁর কাছে ওগো পাওয়া যায়
অতি সুক্ষ্ম, সৎ, বিচার,
তিনিই শোনেন একমাত্র
আর্তের হাহাকার।

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড

SBN

SBN

বিধাতার বিচার

আপডেট সময় ০৭:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

সৌমেন্দু লাহিড়ী

“কষ্ট করলে কেষ্ট মেলে”,
একথা যেমন ঠিক,
আবার,অন্যেরে দিলে কষ্ট,
কেষ্ট কষ্ট পান সঠিক।

অপরের ক্ষতি করলে পরে
সে “ক্ষতি” ঢোকে নিজের ঘরে,
হয়ত দেরী হয়,
কিন্তু তা হতে বাঁচার বিশ্বে
কোনো উপায় নাই।

বন্ধু একটি গল্প বলছি শোনো-
এক নিরীহ কবির ক্ষতি একদিন
করেছিল কেউ কোনো।

নিরাপরাধ কবির তখন
কেঁদে উঠেছিল প্রাণ,
সহ্য শক্তি তখন তাঁরে
বিধাতা করেন দান।

বহু দোষারোপই করা হয়
সেই সে কবির পরে,
অপপ্রচার চালানো হয়
যেথা সেথা লোক ধরে।

যে মানুষ চান তখন কবিরে
ধনে প্রাণে দিতে মেরে,
তার কিছুদিন পরে…
সে মানুষ হতে তারই পুত্র
বিধাতা নিলেন কেড়ে।

নিয়তির এটি নির্মম পরিহাস।
অপরের ক্ষতি করলে হয়
নিজেরই সর্বনাশ।

নিরাপরাধ পেলেন তাঁর
চোখের জলের দাম,
দুষ্টু লোকের কৃত কর্মের
হল এই পরিনাম।

সেই জন্য বন্ধু তোমায়
আমি করি আবেদন,
পরম পিতার কাছে কর তুমি
আত্ম সমর্পণ।

তাঁর কাছে ওগো পাওয়া যায়
অতি সুক্ষ্ম, সৎ, বিচার,
তিনিই শোনেন একমাত্র
আর্তের হাহাকার।