
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লা বরুড়ার আলোচিত সামাজিক সংগঠন ওরাই আপনজন এর উদ্যোগে ঢাকার উত্তরায় মাইলস্টোনে বিমান বিধস্ত হয়ে নিহত শিক্ষার্থীদের আত্বার মাগফিরাত ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করে মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙগলবার ২২ জুলাই ২৫ ইং সকাল ১১ টার সময় ডকটরস কমিউনিটি হসপিটাল,বরুড়া ডাঃ আনিস উল হাসান হল রুমে এ দোয়ার ও বিশেষ মুনাজাত আয়োজন করে ওরাই আপনজন সামাজিক সংগঠন।
সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে মিলাদ শরীফ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সংগঠনের উপদেষ্টা চার বারের ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, আঞ্চলিক স্কাউট এর সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আখতারুজ্জামান, আগানগর ডিগ্রি কলেজের অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মোঃ শাখাওয়াত হোসেন সাবেক বিসিআইসির জিএম ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, সহ সভাপতি মোঃ আবদুস সালাম, যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, দপ্তর সম্পাদক মোঃ মহিন উদ্দিন, সংগঠনের দায়িত্ব শীল ডাঃ আবদুল কাদের, মুফতি কাজী মমিন উল্লাহ, মোঃ মশিউর রহমান, মোঃ বোরহান, মোঃ মাসুদ, মাওলানা মোঃ মোতালেব মজুমদার, মাওলানা মোঃ জিয়াউদ্দিন, সাংবাদিক শরীফ উদ্দিন, বাবুল ভূঁইয়া প্রমুখ।
মিলাদ শরীফ শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবু হানিফা নোমান।