ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বনবী (স:) শ্রেষ্ঠ চিকিৎসক

খলিফা হারুন অর রশিদের যুগে তাঁর দরবারে এক আলেম ছিলেন, নাম আলি বিন হোসাইন। একদা জনৈক চিকিৎসক পাদ্রীর সংগে তাঁর কথা কাটা কাটি হচ্ছিল। পাদ্রী বললেন- মাওলানা! তোমাদের কুরআনে কী মানুয়ের চিকিৎসার বিষয়ে উল্লেখ আছে ? তিনি বললেন হ্যাঁ, আছে। তা হলো, আল্লাহ বলেন- ‘তোমরা খাও, পান করো; তবে অপচয় করোনা’। এ নীতিমালা মেনে যারা চলবে তাদের স্বাস্থের কোন ক্ষতি হবেনা। পাদ্রী মেনে নিয়ে বললেন-‘কেউ পরিমিত খাবার খেলে তার স্বাস্থের কোন ক্ষতি হবেনা”। আলি বিন হোসাইন আরো বললেন, মহানবী (স:) বলেছেন-“ পাকস্থলি হলো সব রোগের কেন্দ্রস্থল। তোমরা পেটকে তা-ই দাও,যা তার প্রয়োজন। আর বিরত থাকা ঔষধের চেয়ে ভালো। অমনি খিষ্ট্রান পাদ্রী বললেন-“তোমাদের কিতাব আর তোমাদরে নবী বিখ্যাত চিকিৎসক জালিয়া নুসের জন্যে কোন চিকিৎসা রাখেননি। তাই বিশ্বনবী (স:) শ্রেষ্ঠ চিকিৎসক।

লেখক :
মোঃ ফখরুল ইসলাম আনছারী
সুপার।
শেখ ফজিলাতুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বনবী (স:) শ্রেষ্ঠ চিকিৎসক

আপডেট সময় ১২:৫৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

খলিফা হারুন অর রশিদের যুগে তাঁর দরবারে এক আলেম ছিলেন, নাম আলি বিন হোসাইন। একদা জনৈক চিকিৎসক পাদ্রীর সংগে তাঁর কথা কাটা কাটি হচ্ছিল। পাদ্রী বললেন- মাওলানা! তোমাদের কুরআনে কী মানুয়ের চিকিৎসার বিষয়ে উল্লেখ আছে ? তিনি বললেন হ্যাঁ, আছে। তা হলো, আল্লাহ বলেন- ‘তোমরা খাও, পান করো; তবে অপচয় করোনা’। এ নীতিমালা মেনে যারা চলবে তাদের স্বাস্থের কোন ক্ষতি হবেনা। পাদ্রী মেনে নিয়ে বললেন-‘কেউ পরিমিত খাবার খেলে তার স্বাস্থের কোন ক্ষতি হবেনা”। আলি বিন হোসাইন আরো বললেন, মহানবী (স:) বলেছেন-“ পাকস্থলি হলো সব রোগের কেন্দ্রস্থল। তোমরা পেটকে তা-ই দাও,যা তার প্রয়োজন। আর বিরত থাকা ঔষধের চেয়ে ভালো। অমনি খিষ্ট্রান পাদ্রী বললেন-“তোমাদের কিতাব আর তোমাদরে নবী বিখ্যাত চিকিৎসক জালিয়া নুসের জন্যে কোন চিকিৎসা রাখেননি। তাই বিশ্বনবী (স:) শ্রেষ্ঠ চিকিৎসক।

লেখক :
মোঃ ফখরুল ইসলাম আনছারী
সুপার।
শেখ ফজিলাতুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসা।