ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo পাকুন্দিয়ায় গৃহবধূকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক Logo শোক থেকে শক্তির অভ্যুদ্বয়: সার্বভৌমত্ব ও মুক্তির চূড়ান্ত লড়াই Logo ঘোড়া বর্ষের প্রতিপাদ্যে চীন-আরব সাংস্কৃতিক সেতুবন্ধন Logo একচীন নীতিতে পুনরায় সমর্থন জানাল তিন আরব দেশ Logo ম্যাকাও প্রধান নির্বাহীর কার্যপ্রতিবেদন শুনলেন প্রেসিডেন্ট সি Logo দাম ও মানের সমন্বয়ে মধ্যপ্রাচ্যে এগিয়ে চীনা অটোমোবাইল Logo টানা নবম বছর গ্যাস উৎপাদনে চীনের মাইলফলক Logo শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা Logo বরুড়ায় মরহুম হাজী নোয়াব আলী স্মৃতি স্মরনে ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বিশ্বের নজর হারবিনে নবম এশিয়ান শীতকালীন গেমসে

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৮:৪০:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

এই শীতে চীনের “আইস সিটি” নামে পরিচিত হারবিন, আবারও নবম এশিয়ান শীতকালীন গেমসের জন্য, জনপ্রিয় হয়ে উঠেছে। সারা বিশ্বের নেটিজেনদের মধ্যে চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন কর্তৃক পরিচালিত এক সমীক্ষা থেকে দেখা যাচ্ছে যে, উত্তরদাতারা আরও উন্মুক্ত ও গতিশীল চীন দেখতে চান এবং বিশ্বাস করেন যে, বরফ ও তুষার অর্থনীতি চীনা অর্থনীতির জন্য একটি নতুন চালিকাশক্তি হয়ে উঠছে।

হারবিন এশিয়ান উইন্টার গেমস হল বেইজিং শীতকালীন অলিম্পিকের পরে চীন কর্তৃক আয়োজিত আরেকটি বড় আন্তর্জাতিক বরফ ও তুষার ক্রীড়া প্রতিযোগিতা।
সমীক্ষায় অংশগ্রহণকারী ৯৬ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে, এশিয়ান শীতকালীন গেমস বরফ ও তুষার ক্রীড়ার প্রতি এশীয় দেশগুলোর মানুষকে আরও আগ্রহী করে তুলবে এবং এশিয়ান দেশগুলোতে, এমনকি বিশ্বের বরফ ও তুষার ক্রীড়ার মান উন্নয়নে ভূমিকা রাখবে। উত্তরদাতাদের ৮৭.৮ শতাংশ বিশ্বাস করেন যে, এশিয়ান শীতকালীন গেমস এশিয়ান দেশগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে করবে। বেইজিং শীতকালীন অলিম্পিকের সফল আয়োজনের পর থেকে চীনে বরফ ও তুষার ক্রীড়ায় অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ৩১৩ মিলিয়নে পৌঁছেছে।
বরফ ও তুষার পর্যটনের জন্য জনপ্রিয় গন্তব্যগুলো, যেমন হারবিনের পাশাপাশি, উষ্ণ জলবায়ুসমৃদ্ধ চীনের কিছু দক্ষিণাঞ্চলে বরফ ও তুষার ক্রীড়া ধীরে ধীরে জলবায়ু ও ভৌগোলিক পরিবেশের বিধিনিষেধ ভেঙেছে এবং অনেক চীনা মানুষের দৈনন্দিন জীবনে একত্রিত হয়েছে।

এই বিষয়ে উত্তরদাতাদের ৯৪.৭ শতাংশ বলেন, বরফ ও তুষার অর্থনীতি চীনা অর্থনীতির জন্য একটি নতুন প্রবৃদ্ধির পয়েন্ট হয়ে উঠছে। সাম্প্রতিক বছরগুলোতে, চীনের বরফ ও তুষার ক্রীড়া এবং পর্যটন শিল্প শৃঙ্খল, যেমন সরঞ্জাম উত্পাদন, শিক্ষা ও প্রশিক্ষণ, বিনোদন সরঞ্জাম গবেষণা ও উত্পাদন এবং সাংস্কৃতিক সৃজনশীলতার বর্ধিত বিকাশকে চালিত করেছে।

উত্তরদাতাদের ৯৫ শতাংশ বিশ্বাস করেন যে, অনুকূল নীতি ও বাজারের চাহিদা দ্বারা চালিত হয়ে, চীনের বরফ ও তুষার অর্থনীতির ভবিষ্যত আরও উজ্ব্ল হবে।
জরিপটি সিজিটিএন-এর ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি এবং রুশ ভাষা প্ল্যাটফর্মে পরিচালিত হয়। ২৪ ঘন্টার মধ্যে মোট ৪৬০৭ জন নেটিজেন জরিপে অংশগ্রহণ করেন।
সূত্র : জিনিয়া-আলিম-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

SBN

SBN

বিশ্বের নজর হারবিনে নবম এশিয়ান শীতকালীন গেমসে

আপডেট সময় ০৮:৪০:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

এই শীতে চীনের “আইস সিটি” নামে পরিচিত হারবিন, আবারও নবম এশিয়ান শীতকালীন গেমসের জন্য, জনপ্রিয় হয়ে উঠেছে। সারা বিশ্বের নেটিজেনদের মধ্যে চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন কর্তৃক পরিচালিত এক সমীক্ষা থেকে দেখা যাচ্ছে যে, উত্তরদাতারা আরও উন্মুক্ত ও গতিশীল চীন দেখতে চান এবং বিশ্বাস করেন যে, বরফ ও তুষার অর্থনীতি চীনা অর্থনীতির জন্য একটি নতুন চালিকাশক্তি হয়ে উঠছে।

হারবিন এশিয়ান উইন্টার গেমস হল বেইজিং শীতকালীন অলিম্পিকের পরে চীন কর্তৃক আয়োজিত আরেকটি বড় আন্তর্জাতিক বরফ ও তুষার ক্রীড়া প্রতিযোগিতা।
সমীক্ষায় অংশগ্রহণকারী ৯৬ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে, এশিয়ান শীতকালীন গেমস বরফ ও তুষার ক্রীড়ার প্রতি এশীয় দেশগুলোর মানুষকে আরও আগ্রহী করে তুলবে এবং এশিয়ান দেশগুলোতে, এমনকি বিশ্বের বরফ ও তুষার ক্রীড়ার মান উন্নয়নে ভূমিকা রাখবে। উত্তরদাতাদের ৮৭.৮ শতাংশ বিশ্বাস করেন যে, এশিয়ান শীতকালীন গেমস এশিয়ান দেশগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে করবে। বেইজিং শীতকালীন অলিম্পিকের সফল আয়োজনের পর থেকে চীনে বরফ ও তুষার ক্রীড়ায় অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ৩১৩ মিলিয়নে পৌঁছেছে।
বরফ ও তুষার পর্যটনের জন্য জনপ্রিয় গন্তব্যগুলো, যেমন হারবিনের পাশাপাশি, উষ্ণ জলবায়ুসমৃদ্ধ চীনের কিছু দক্ষিণাঞ্চলে বরফ ও তুষার ক্রীড়া ধীরে ধীরে জলবায়ু ও ভৌগোলিক পরিবেশের বিধিনিষেধ ভেঙেছে এবং অনেক চীনা মানুষের দৈনন্দিন জীবনে একত্রিত হয়েছে।

এই বিষয়ে উত্তরদাতাদের ৯৪.৭ শতাংশ বলেন, বরফ ও তুষার অর্থনীতি চীনা অর্থনীতির জন্য একটি নতুন প্রবৃদ্ধির পয়েন্ট হয়ে উঠছে। সাম্প্রতিক বছরগুলোতে, চীনের বরফ ও তুষার ক্রীড়া এবং পর্যটন শিল্প শৃঙ্খল, যেমন সরঞ্জাম উত্পাদন, শিক্ষা ও প্রশিক্ষণ, বিনোদন সরঞ্জাম গবেষণা ও উত্পাদন এবং সাংস্কৃতিক সৃজনশীলতার বর্ধিত বিকাশকে চালিত করেছে।

উত্তরদাতাদের ৯৫ শতাংশ বিশ্বাস করেন যে, অনুকূল নীতি ও বাজারের চাহিদা দ্বারা চালিত হয়ে, চীনের বরফ ও তুষার অর্থনীতির ভবিষ্যত আরও উজ্ব্ল হবে।
জরিপটি সিজিটিএন-এর ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি এবং রুশ ভাষা প্ল্যাটফর্মে পরিচালিত হয়। ২৪ ঘন্টার মধ্যে মোট ৪৬০৭ জন নেটিজেন জরিপে অংশগ্রহণ করেন।
সূত্র : জিনিয়া-আলিম-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।