ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বহুরূপী দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী জালাল আহমেদ’র দুর্নীতি রুখবে কে? Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা Logo বালিয়াডাঙ্গীতে পিকআপ ড্রাইভারের সহযোগিতায় ৩ ডাকাত আটক Logo কোটা সংস্কার আন্দোলন ও জুলাই বিপ্লবের চেতনাধারীদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি Logo কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক Logo পবায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত Logo কটিয়াদী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন Logo লাকসামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo ভাষা শহীদদের প্রতি রাজশাহী ডিআইজি শ্রদ্ধা Logo পাবনা জেলা পুনাক কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি

বিশ্বের সেরা দশ প্রকৌশলীর তালিকায় বরুড়ার সাফায়াত

স্টাফ রিপোর্টার

বিশ্বের শীর্ষ ১০ জন তরুণ প্রকৌশলীর তালিকায় স্থান করে নিয়েছেন বরুড়ার সাফায়াত।

প্রকৌশলী সাফায়াত হোসেন আন্তর্জাতিক অঙ্গনে এক উজ্জ্বল আলোকবর্তিকা। ইউরোপীয় প্রকৌশলী মোঃ সাফায়াত হোসেন বিশ্বব্যাপী প্রকৌশল খাতে এক নতুন দিগন্তের উন্মোচন করে চলেছেন। সম্প্রতি তিনি আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই) কর্তৃক “New Face Honoree” সম্মাননায় ভূষিত হয়েছেন।

প্রকৌশলী মোঃ সাফায়াত হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের ইসমাইল মিয়ার বড় ছেলে। পিতা মো.ইসমাইল মিয়া মনোহরদী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা। তার মায়ের নাম মোসা. তাহেরা বেগম। আড্ডা গ্রামের মৃত আবদুল কাদিরের নাতী হন তিনি।

প্রকৌশলী মোঃ সাফায়াত হোসেন একজন বাংলাদেশি প্রকৌশলী, যিনি বর্তমানে জার্মানির রেল অবকাঠামো নির্মাণ, পরিবেশগত প্রকৌশল এবং প্রযুক্তিগত উদ্ভাবন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি এমসার বাহনবাউ (Emser Bahnbau GmbH) নামক প্রতিষ্ঠানের অপারেশন ম্যানেজার (Operation Manager) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি রেল অবকাঠামোর পরিবেশগত দিক নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

সাম্প্রতিক তিনি জার্মানির গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্প ‘প্রজেক্ট রিডবান’ (Project Riedbahn), যা তিনি সফলতার সঙ্গে সম্পন্ন করে নির্ধারিত সময়ে মধ্যে হস্তান্তর করেন।
প্রকৌশলী মোঃ সাফায়াত হোসেন নিজের কর্মদক্ষতা ও মেধার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছেন।

মো.সাফায়াত হোসেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে ২০১৭ সালে প্রকৌশল (Civil Engineering) ডিগ্রি অর্জন করার পরে, ২০১৮ সালে তুরস্কে সরকারি বৃত্তি “Turkiye Burslari” অর্জনের মাধ্যমে ওন্দোকুজ মাইস ইউনিভার্সিটি (OMÜ) থেকে পরিবেশ প্রকৌশল (Environmental Engineering) বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি পিএইচডি গবেষণা চালিয়ে যাচ্ছেন।

তার গবেষণা মূলত বর্জ্য ব্যবস্থাপনা (Waste Management) ও পরিবেশগত টেকসই উন্নয়ন (Sustainable Environmental Development)। তার গবেষণার উদ্দেশ্য হলো পরিবেশবান্ধব এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কৌশল উদ্ভাবন করা, যা ভবিষ্যতে উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষভাবে কার্যকর হবে।

এএসসিই (ASCE) হলো প্রকৌশলীদের অন্যতম প্রাচীন সংস্থা, যা ১৮৫২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি ১৭৭টি দেশের দেড় লাখেরও বেশি সদস্য নিয়ে গঠিত। ২০০২ সাল থেকে, ৩০ বছরের কম বয়সী সম্ভাবনাময় প্রকৌশলীদের সম্মাননা প্রদান করে আসছে। ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০ জন তরুণ প্রকৌশলীর তালিকায় স্থান করে নিয়েছেন মোঃ সাফায়াত হোসেন।

মো.সাফায়াত হোসেনের সাথে বিশ্বের অন্যান্য দেশের প্রতিযোগিরা হলো- নালাহ উইলিয়াম, ক্রিস্টিনা করডোভা, মরগান ডিকার্লো, সঁপিয়ে লিপমানিস, ক্রিস্টোফার মেডরা, আন্দ্রিয়া গঞ্জালেস, মাঞ্জিত পাণ্ডে, আলিসা শুকলাল এবং তুঞ্জ দেনিয।

২০২৫ সালের ১৬ জানুয়ারি সান ডিয়েগো শহরে এই সম্মাননা প্রদান করা হয়। যেখানে ASCE প্রেসিডেন্ট Marsia Geldert-Murphey, P.E., F.ASCE উপস্থিত ছিলেন।

প্রকৌশলী মোঃ সাফায়াত হোসেন ভবিষ্যতে তার গবেষণা ও প্রকৌশল কার্যক্রমের মাধ্যমে একটি বহুমুখী প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছেন, যেখানে রেলওয়ে নির্মাণ, পরিবেশগত প্রকৌশল, এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করবে।

তিনি মনে করেন তার এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং এটি বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রকৌশল সমাজের জন্যও গর্বের বিষয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বহুরূপী দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী জালাল আহমেদ’র দুর্নীতি রুখবে কে?

SBN

SBN

বিশ্বের সেরা দশ প্রকৌশলীর তালিকায় বরুড়ার সাফায়াত

আপডেট সময় ১২:২৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার

বিশ্বের শীর্ষ ১০ জন তরুণ প্রকৌশলীর তালিকায় স্থান করে নিয়েছেন বরুড়ার সাফায়াত।

প্রকৌশলী সাফায়াত হোসেন আন্তর্জাতিক অঙ্গনে এক উজ্জ্বল আলোকবর্তিকা। ইউরোপীয় প্রকৌশলী মোঃ সাফায়াত হোসেন বিশ্বব্যাপী প্রকৌশল খাতে এক নতুন দিগন্তের উন্মোচন করে চলেছেন। সম্প্রতি তিনি আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই) কর্তৃক “New Face Honoree” সম্মাননায় ভূষিত হয়েছেন।

প্রকৌশলী মোঃ সাফায়াত হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের ইসমাইল মিয়ার বড় ছেলে। পিতা মো.ইসমাইল মিয়া মনোহরদী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা। তার মায়ের নাম মোসা. তাহেরা বেগম। আড্ডা গ্রামের মৃত আবদুল কাদিরের নাতী হন তিনি।

প্রকৌশলী মোঃ সাফায়াত হোসেন একজন বাংলাদেশি প্রকৌশলী, যিনি বর্তমানে জার্মানির রেল অবকাঠামো নির্মাণ, পরিবেশগত প্রকৌশল এবং প্রযুক্তিগত উদ্ভাবন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি এমসার বাহনবাউ (Emser Bahnbau GmbH) নামক প্রতিষ্ঠানের অপারেশন ম্যানেজার (Operation Manager) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি রেল অবকাঠামোর পরিবেশগত দিক নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

সাম্প্রতিক তিনি জার্মানির গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্প ‘প্রজেক্ট রিডবান’ (Project Riedbahn), যা তিনি সফলতার সঙ্গে সম্পন্ন করে নির্ধারিত সময়ে মধ্যে হস্তান্তর করেন।
প্রকৌশলী মোঃ সাফায়াত হোসেন নিজের কর্মদক্ষতা ও মেধার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছেন।

মো.সাফায়াত হোসেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে ২০১৭ সালে প্রকৌশল (Civil Engineering) ডিগ্রি অর্জন করার পরে, ২০১৮ সালে তুরস্কে সরকারি বৃত্তি “Turkiye Burslari” অর্জনের মাধ্যমে ওন্দোকুজ মাইস ইউনিভার্সিটি (OMÜ) থেকে পরিবেশ প্রকৌশল (Environmental Engineering) বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি পিএইচডি গবেষণা চালিয়ে যাচ্ছেন।

তার গবেষণা মূলত বর্জ্য ব্যবস্থাপনা (Waste Management) ও পরিবেশগত টেকসই উন্নয়ন (Sustainable Environmental Development)। তার গবেষণার উদ্দেশ্য হলো পরিবেশবান্ধব এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কৌশল উদ্ভাবন করা, যা ভবিষ্যতে উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষভাবে কার্যকর হবে।

এএসসিই (ASCE) হলো প্রকৌশলীদের অন্যতম প্রাচীন সংস্থা, যা ১৮৫২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি ১৭৭টি দেশের দেড় লাখেরও বেশি সদস্য নিয়ে গঠিত। ২০০২ সাল থেকে, ৩০ বছরের কম বয়সী সম্ভাবনাময় প্রকৌশলীদের সম্মাননা প্রদান করে আসছে। ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০ জন তরুণ প্রকৌশলীর তালিকায় স্থান করে নিয়েছেন মোঃ সাফায়াত হোসেন।

মো.সাফায়াত হোসেনের সাথে বিশ্বের অন্যান্য দেশের প্রতিযোগিরা হলো- নালাহ উইলিয়াম, ক্রিস্টিনা করডোভা, মরগান ডিকার্লো, সঁপিয়ে লিপমানিস, ক্রিস্টোফার মেডরা, আন্দ্রিয়া গঞ্জালেস, মাঞ্জিত পাণ্ডে, আলিসা শুকলাল এবং তুঞ্জ দেনিয।

২০২৫ সালের ১৬ জানুয়ারি সান ডিয়েগো শহরে এই সম্মাননা প্রদান করা হয়। যেখানে ASCE প্রেসিডেন্ট Marsia Geldert-Murphey, P.E., F.ASCE উপস্থিত ছিলেন।

প্রকৌশলী মোঃ সাফায়াত হোসেন ভবিষ্যতে তার গবেষণা ও প্রকৌশল কার্যক্রমের মাধ্যমে একটি বহুমুখী প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছেন, যেখানে রেলওয়ে নির্মাণ, পরিবেশগত প্রকৌশল, এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করবে।

তিনি মনে করেন তার এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং এটি বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রকৌশল সমাজের জন্যও গর্বের বিষয়।