ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুরাদনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ Logo দেবিদ্বারে ফ্রিজে পচা খাবার রাখায় তিন হোটেলকে জরিমানা Logo কুমিল্লা -৯ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আবুল কালাম এর গণসংযোগ Logo কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা মাদক সহ আটক ৩ জন Logo শরীয়তপুরে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও অসহায়দের মাঝে ঔষধ বিতরণ Logo চান্দিনায় এক বছরে তিনবার উচ্ছেদ অভিযান; বন্ধ হচ্ছে না অবৈধ দখল Logo গজারিয়ায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার কেজি জাটকা জব্দ Logo মুরাদনগরে শিশু আদিবা হত্যায় ঘাতক চাচাতো ভাই আটক Logo টেকনাফে নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার : দুই পাচারকারী আটকৌ Logo চাদঁপুরে কোন আসন থেকে কে পেলেন বিএনপির মনোনয়ন

বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী গতি সঞ্চার করতে চায় চীন: প্রধানমন্ত্রী লি ছিয়াং

  • ফয়সল:
  • আপডেট সময় ১১:২৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

চীন উচ্চপর্যায়ের উন্মুক্ততার প্রচার অব্যাহত রাখবে এবং বৈশ্বিক অর্থনীতির সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী আন্তর্জাতিক দায়িত্ব পালন করবে। বেইজিংয়ে আয়োজিত ‘১+১০’ সংলাপ অনুষ্ঠানে সোমবার চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এ কথা বলেছেন।

বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ডসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার নেতাদের সঙ্গে নীতি বিষয়ক আলোচনা জোরদার করতে এই সংলাপের আয়োজন করা হয়।

এই প্রথমবারের মতো সংলাপে যোগদানের সংখ্যা ছয় থেকে বেড়ে ১০-এ উন্নীত হয়েছে। নতুন যুক্ত হওয়া সংস্থাগুলোর মধ্যে রয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (আঙ্কটাড), ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটলমেন্টস এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক।
উদ্বোধনী বক্তব্যে লি ছিয়াং বলেন, বৈশ্বিক সাধারণ সমৃদ্ধি প্রচারের লক্ষ্যে উন্নয়নের বিষয়ে আরও বড় ঐক্যমত তৈরির উদ্দেশ্যে চীন ‘বন্ধুদের পরিসর’ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, অর্থনৈতিক বৈশ্বিকীকরণে বাধা সৃষ্টিকারী কিছু দেশ সহজেই উচ্চ শুল্ক আরোপ ও সুরক্ষার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

লি জানান, ২০২০ সাল থেকে বিশ্বব্যাপী নতুন বৈষম্যমূলক বাণিজ্য ও বিনিয়োগের বিধিনিষেধের সংখ্যা বেড়েছে।
অর্থনৈতিক বিশ্বায়ন ও বহুপাক্ষিকতার সমর্থক হিসেবে চীন বিশ্ব অর্থনীতিতে শক্তি যোগাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী লি বলেন, চীন সামষ্টিক অর্থনৈতিক নীতির কার্যক্রম জোরদার করবে, অভ্যন্তরীণ চাহিদা ও ভোগ বৃদ্ধিতেও কাজ করবে।

তিনি আরও বলেন, চীন ব্যাপক সংস্কার চালিয়ে যাবে, একটি ঐক্যবদ্ধ জাতীয় বাজার গড়ে তুলবে এবং বৈজ্ঞানিক ও শিল্প উদ্ভাবনকে অগ্রসর করবে। উন্নয়নের সুযোগ বিশ্বব্যাপী ভাগাভাগি করার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, চীন আরও স্বতন্ত্র উন্মুক্ততার নীতি গ্রহণ করবে এবং উচ্চমানের মুক্ত বাণিজ্য অঞ্চল সম্প্রসারণ করবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতারা চীনের অসাধারণ অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। তারা বলেন, চীনের অর্থনৈতিক রূপান্তর ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি তাদের গভীর আস্থা রয়েছে।

চীনের সঙ্গে সহযোগিতা জোরদার, বহুপাক্ষিকতা ও বিশ্বায়ন প্রক্রিয়া সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের প্রচারে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তারা।
সূত্র: ফয়সল, চায়না মিডিয়া গ্রুপ।

মুরাদনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ

SBN

SBN

বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী গতি সঞ্চার করতে চায় চীন: প্রধানমন্ত্রী লি ছিয়াং

আপডেট সময় ১১:২৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

চীন উচ্চপর্যায়ের উন্মুক্ততার প্রচার অব্যাহত রাখবে এবং বৈশ্বিক অর্থনীতির সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী আন্তর্জাতিক দায়িত্ব পালন করবে। বেইজিংয়ে আয়োজিত ‘১+১০’ সংলাপ অনুষ্ঠানে সোমবার চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এ কথা বলেছেন।

বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ডসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার নেতাদের সঙ্গে নীতি বিষয়ক আলোচনা জোরদার করতে এই সংলাপের আয়োজন করা হয়।

এই প্রথমবারের মতো সংলাপে যোগদানের সংখ্যা ছয় থেকে বেড়ে ১০-এ উন্নীত হয়েছে। নতুন যুক্ত হওয়া সংস্থাগুলোর মধ্যে রয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (আঙ্কটাড), ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটলমেন্টস এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক।
উদ্বোধনী বক্তব্যে লি ছিয়াং বলেন, বৈশ্বিক সাধারণ সমৃদ্ধি প্রচারের লক্ষ্যে উন্নয়নের বিষয়ে আরও বড় ঐক্যমত তৈরির উদ্দেশ্যে চীন ‘বন্ধুদের পরিসর’ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, অর্থনৈতিক বৈশ্বিকীকরণে বাধা সৃষ্টিকারী কিছু দেশ সহজেই উচ্চ শুল্ক আরোপ ও সুরক্ষার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

লি জানান, ২০২০ সাল থেকে বিশ্বব্যাপী নতুন বৈষম্যমূলক বাণিজ্য ও বিনিয়োগের বিধিনিষেধের সংখ্যা বেড়েছে।
অর্থনৈতিক বিশ্বায়ন ও বহুপাক্ষিকতার সমর্থক হিসেবে চীন বিশ্ব অর্থনীতিতে শক্তি যোগাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী লি বলেন, চীন সামষ্টিক অর্থনৈতিক নীতির কার্যক্রম জোরদার করবে, অভ্যন্তরীণ চাহিদা ও ভোগ বৃদ্ধিতেও কাজ করবে।

তিনি আরও বলেন, চীন ব্যাপক সংস্কার চালিয়ে যাবে, একটি ঐক্যবদ্ধ জাতীয় বাজার গড়ে তুলবে এবং বৈজ্ঞানিক ও শিল্প উদ্ভাবনকে অগ্রসর করবে। উন্নয়নের সুযোগ বিশ্বব্যাপী ভাগাভাগি করার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, চীন আরও স্বতন্ত্র উন্মুক্ততার নীতি গ্রহণ করবে এবং উচ্চমানের মুক্ত বাণিজ্য অঞ্চল সম্প্রসারণ করবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতারা চীনের অসাধারণ অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। তারা বলেন, চীনের অর্থনৈতিক রূপান্তর ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি তাদের গভীর আস্থা রয়েছে।

চীনের সঙ্গে সহযোগিতা জোরদার, বহুপাক্ষিকতা ও বিশ্বায়ন প্রক্রিয়া সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের প্রচারে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তারা।
সূত্র: ফয়সল, চায়না মিডিয়া গ্রুপ।