ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেরপুরে যুব উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে এসডিএফ’র কর্মশালা অনুষ্ঠিত Logo লাকসামে জবাইখানার পাশ থেকে তরুণের মরদেহ উদ্ধার Logo বিসিএস পরীক্ষার লিখিত সময়সূচি পেছানোর দাবিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ Logo প্রবীণ রাজনৈতিকবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন Logo রাজশাহীতে ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে Logo বুড়িচংয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার Logo ছয় মাসেও সংস্কার হয়নি ভেঙে যাওয়া সেতু : চরম দুর্ভোগে দশ গ্রামের মানুষ Logo ঝিলমিল অডিটোরিয়ামে সেরাদের সম্মাননা: শান্তিগঞ্জে প্রশংসা জেলা প্রশাসকের Logo তনির বিরুদ্ধে সন্তানকে আটকে রেখে বিদেশ পাঠিয়ে দেয়ার চেষ্টার অভিযোগ পুরনো স্বামীর Logo উৎসব ও আনন্দের মধ্যদিয়ে পালিত হলো সিআরএ’র ৬ষ্ঠ বর্ষপূর্তি

বিসিএস পরীক্ষার লিখিত সময়সূচি পেছানোর দাবিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

মোহাম্মদ আলী সুমন

বিসিএস পরীক্ষার লিখিত সময়সূচি পেছানোর দাবিতে বাংলাদেশের রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনে দফায় দফায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ চলছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে ঢাবির শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে শিক্ষার্থীরা হঠাৎ পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ তাদের ধাওয়া দিলে আন্দোলনকারীরা টিএসসি দিকে ছুটে যায়। পালিয়ে যাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীও আহত হন।

মেট্রোরেলের নিচে আহত অবস্থায় পড়েছিলেন শাকিল নামের এক ছাত্র। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারণে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। শাহবাগের যান চলাচল বন্ধ রয়েছে।

পৌনে ছয়টার দিকে আন্দোলনকারীরা আবারও জড়ো হয়ে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারছে। টিএসসি থেকে এসে শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। এ সময় মোবাশ্বেরের বিরুদ্ধে অশালীন স্লোগানও দেয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহবাগে কয়েক শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে জলকামান এবং অতিরিক্ত ফোর্সও প্রস্তুত রয়েছে। রমনা বিভাগের ডিসি মো. মাসুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত রয়েছেন।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত সময়সূচী পেছানোর দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ এখনও দফায় দফায় চলছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে যুব উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে এসডিএফ’র কর্মশালা অনুষ্ঠিত

SBN

SBN

বিসিএস পরীক্ষার লিখিত সময়সূচি পেছানোর দাবিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

আপডেট সময় ০৯:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

মোহাম্মদ আলী সুমন

বিসিএস পরীক্ষার লিখিত সময়সূচি পেছানোর দাবিতে বাংলাদেশের রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনে দফায় দফায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ চলছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে ঢাবির শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে শিক্ষার্থীরা হঠাৎ পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ তাদের ধাওয়া দিলে আন্দোলনকারীরা টিএসসি দিকে ছুটে যায়। পালিয়ে যাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীও আহত হন।

মেট্রোরেলের নিচে আহত অবস্থায় পড়েছিলেন শাকিল নামের এক ছাত্র। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারণে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। শাহবাগের যান চলাচল বন্ধ রয়েছে।

পৌনে ছয়টার দিকে আন্দোলনকারীরা আবারও জড়ো হয়ে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারছে। টিএসসি থেকে এসে শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। এ সময় মোবাশ্বেরের বিরুদ্ধে অশালীন স্লোগানও দেয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাহবাগে কয়েক শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে জলকামান এবং অতিরিক্ত ফোর্সও প্রস্তুত রয়েছে। রমনা বিভাগের ডিসি মো. মাসুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত রয়েছেন।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত সময়সূচী পেছানোর দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ এখনও দফায় দফায় চলছে।