স্টাফ রিপোর্টার:
মঙ্গলবার ১৪ জানুয়ারী কুমিল্লার বুড়িচং উপজেলায় তারুণ্যে উৎসব উদযাপন উপলক্ষে যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, ,উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির আহামেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী,মহিলা বিষয় কর্মকর্তা ফাতেমা জোহরা, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন,ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের,বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল হক, বুড়িচং কালী নারায়ণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর কৃষ্ণ পাল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোঃ ছাব্বির হোসেন, তারিকুল ইসলাম পিয়াসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষকরা।