
বুড়িচং প্রতিনিধি
বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে পারিবারিক কলহের জের ধরে এক সন্তানের জননীকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভারেল্ললা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা গ্রামে। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে ৩টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় – বুড়িচং উপজেলার ভারেল্লা (দ) ইউনিয়নের ভারেল্লা গ্রামের অধিবাসী মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ আবু কাওসার (২৫) এর সাথে একই গ্রামের মোঃ শরিফুল ইসলামের মেয়ের সালমা আক্তার (২০) এর প্রায় আড়াই বছর পূর্বে ইসলামী শরীয়া অনুযায়ী বিয়ে হয়।
আবু কাওসার সালমা আক্তার একে অপরকে পছন্দ করত। একপর্যায়ে তাদের এ পছন্দ বিয়েতে রূপ নেয়। বিয়ের পর ছেলের পিতা পুত্রবধূকে মেনে নিতে পারলেও ছেলের মা পুত্রবধূকে ততটা মেনে নেননি বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
ফলে এ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়াঝাটি ও কলহ বিবাদ সৃষ্টি হতো। ঘটনার দিন গত ২৪ অক্টোবর রাত স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে কথা কাটাকাটির রেস ধরে একপর্যায়ে শান্ত হয়ে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন রাত ৩টার দিকে পাষণ্ড স্বামী তার স্ত্রীকে মেরে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল সকাল ৮ টায় ঘটনাস্থলে গিয়ে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণের ব্যবস্থা করে। তাদের ঘরে ১১ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
এ ব্যাপারে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান -তিনি সহযোগী ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। মৃত্যুর সঠিক রহস্য বের করতে লাশকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত দোষীদের কে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























