
সৌরভ মাহমুদ হারুন
মঙ্গলবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক – বালিকা পর্যায়ে ফাইনাল খেলা বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং উপজেলা পর্যায়ে আরাগ আনন্দ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মিরপগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (বালক) ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত খেলায় আরাগ আনন্দ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে বালিকা পর্যায়ে ভারেল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত বালিকাদের মধ্যে ফুটবল টুর্নামেন্ট এ ভারেল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার এবং পরিচালনা করেন প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আবু মোতালেব, মামুন মুন্সী, খন্দকার সালমা আক্তার।
আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক যথাক্রমে কামরুল হাসান, আবুল কালাম আজাদ, এম মনির হোসেন, এম মনিরুজ্জামান, গোলাম মোস্তফা, মিজানুর রহমান খান, মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া জীবন, আলী আহাম্মদ, আলমগীর হোসেন, ইউনুস স্বপন, জাহাঙ্গীর আলম, অহিদুর রহমান, আছমা আক্তার প্রমুখ।
ধারাভাষ্যে ছিলেন আমিনুল হক, সাইদুর রহমান সুমন, গিয়াস উদ্দিন, ইকবাল হোসেন।
খেলা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।