
সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লার বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী মরিয়ম আক্তার(২৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গ্রামের মৃত.আব্দুর রহমানের ছেলে ও মালদ্বীপ প্রবাসী রতন আলীর স্ত্রী।
ঘটনাটি ঘটে (১১ এপ্রিল ২০২৫) শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পাশে আব্দুর রহমানের বসতঘরে। এ বিষয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেন নিহত মরিয়মের পিতা ফজলুল হক। নিহত বাবার বাড়ির লোকজনের দাবি পারিবারিক কলহ ও নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়ম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ রির্পোট লেখা পর্যন্ত স্থানীয় একাধিক ব্যক্তির মাধ্যমে জানা যায়,শশুড় বাড়ির লোকজন বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহতের পিতার অভিযোগ সূত্রে জানা যায়,কুমিল্লার আমড়াতলী ইউনিয়নের ইলাশপুর ফজলুল হকের মেয়ে মরিয়ম আক্তার (২৫)কে ৮ বছর পূর্বে বুড়িচং থানাধীন খাড়াতাইয়া গ্রামের মৃত. আব্দুর রহমানের ছেলে মালদ্বীপ প্রবাসী রতন আলীর সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে জন্ম গ্রহণ করে।রতন আলী মালদ্বীপ প্রবাসে থাকায় মরিয়ম দুই সন্তানকে নিয়ে স্বামীর বাড়ীতে একা বসবাস করে আসছিল। গত ১০ এপ্রিল বৃহস্পতিবার আনুমানিক ১০ টার সময় মরিয়ম তার দুই শিশু সন্তানদের নিয়ে স্বামীর বসত ঘরের ভিতর ঘুমিয়ে পড়ে।
পরের দিন শুক্রবার সকালে ওই বসত ঘরের ভিতরে দুই শিশুর কান্নাকাটি আওয়াজ শুনে পাশের বাড়ির লোকজন দেখতে পায় ঘরের দরজা বন্ধ। বাড়ীর লোকজন মরিয়মকে ডাকাডাকি করিলে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা খুলে ঘরের ভিতর প্রবেশ করে দেখতে পায় মরিয়ম বসত ঘরের রান্না করার রুমের ভিতরে ঘরের তীরের সাথে ওড়না লাগিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ ঝুলছে। তাৎক্ষনিক বাড়ির লোকজন বুড়িচং থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়রা জানায় কিছুদিন পূর্বে বাসুরের সাথে মরিয়মের ঝগড়া হতে দেখেছে এবং পারিবারিক নির্যাতন ও কলহের জেরে আত্মহত্যার করেছে। এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি আজিজুল হক জানায়,ওই নারীর মরদেহ ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।