
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
সোমবার ১ সেপ্টেম্বর দুপুরে জাতীয়তাবাদ দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান এর ব্যক্তিগত তহবিল থেকে সোন্দ্রম মদিনার জামাত মোখলেছিয়া দাখিল মাদ্রাসার মেধাবী অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন এবং বিশেষ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ও শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সাইকেল বিতরণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান। উল্লেখ্য সোন্দ্রম মদিনার জামাত মোখলেছিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, তিনি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজ তহবিল থেকে এসব সাইকেল বিতরণ করেন।
সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহ মোঃ ফজলুল হক এবং পরিচালনা করেন দাতা সদস্য ইউপি সদস্য মোঃ রাসেল খান মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোক্তার হোসাইন মিন্টু, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরিদ খান মেম্বার, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মজিবুর রহমান ডায়মন্ড, দক্ষিণ ইউনিয়ন এর সহ-সভাপতি মোঃ আমির হোসেন বাদল, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, ডা. কামাল হোসেন, আব্দুল আউয়াল, জামাল হোসেন মেম্বার, সহ সুপার মাওলানা শরীফুল ইসলাম, প্রাক্তন সহসুপার মাওলানা মহি উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য আইয়ুব আলী, লুৎফুর রহমান, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা সাদ্দাম হোসাইন, মোঃ বাবুল মাষ্টার প্রমূখ। এসময় বিএনপির ৪৭ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার অধ্যক্ষ ও সোন্দ্রম মদিনার জামাত দরকার শরীফের পীর মাওলানা মুফতি সাহিদুর রহমান বিএনপির মঙ্গল কামনা ও দেশের ভবিষ্যৎ সুখ শান্তি কামনা করে বিশেষ দোয়া মিলাদ মাহফিল পরিচালনা করেন।