
সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাদক সেবীকে অভিযান চালিয়ে মাদক সেবনের ও ব্যবসার করার অপরাধে আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বুড়িচং উপজেলার নির্বাহী অফিসার সাহিদা আক্তার গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এস আই মোঃ নুরুল ইসলাম ৩০ অক্টোবর বুধবার সকাল ৯ টায় বুড়িচং উপজেলার হরিপুর গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালীন সময় হরিপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে মোঃ সুমন (৩৮) কে তার ঘর থেকে হাতে নাতে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৪ পিস ইয়াবা ও উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র আরো জানায় সুমন মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারে আটককৃত সুমনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও এক হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
মুক্তির লড়াই ডেস্ক : 



























