
সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালাকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ২৫ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকার মেতিরাফ মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁপাপুর এলাকার আবদুল বারেকের পুত্র।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, সকালে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে দেবিদ্বারের দিকে যাচ্ছিলেন। এসময় কংশনগর এলাকার মেতিরাফ মসজিদের সামনে পেছন থেকে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক সাদ্দাম ছিটকে পড়ে বিপরীত দিক থেকে আসা একটি লরির নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।