ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুড়িচংয়ে সোনালী ব্যাংকের নারী গ্রাহকের ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই Logo কুমিল্লায় পরিত্যক্ত বালুমাঠ থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার Logo ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি না দিতে কৃষিবিদদের মরণ কামড় Logo ইউএনও’র বদলি ঠেকাতে দ্বিতীয় দিনে বিক্ষোভে উত্তাল লাকসাম Logo লাকসামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: আহত ১০ Logo কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাড়ে ৩ শত মিটার রিডার ও লাইন ম্যান কর্মস্থলে অনুপস্থিত Logo ঝাড়ফুকে সময় নষ্ট, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর Logo বাগেরহাটে হরতালের দ্বিতীয় দিনেও ভোগান্তি চরমে Logo গণমাধ্যম সংস্কার কমিশনে আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ Logo লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর শরীরে গরম তেল দিয়ে ঝলসে দেওয়ায় মামলায় স্ত্রী কারাগারে

শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করলো প্রতারক চক্র!

বুড়িচংয়ে সোনালী ব্যাংকের নারী গ্রাহকের ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং সদরে অবস্থিত সোনালী ব্যাংকের ভেতরে এক নারী গ্রাহকের নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) ছিটিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুড়িচং থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঘটনাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টার দিকে বুড়িচং সদরের ইসলাম কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের ভেতরে।

ভুক্তভোগী মোসা. সামসুন নাহার (৪৫), পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের জব্বার মাওলভী বাড়ির মো. আব্দুল মালেকের স্ত্রী। তিনি জানান, তার এক ছেলে ও দুই ভাই বর্তমানে সৌদি আরবে কর্মরত। পরিবারের ঋণ ছিল প্রায় ১৫ লাখ টাকা। বিদেশ থেকে পাঠানো কিস্তির টাকা পরিশোধ করতে তিনি ব্যাংকে গিয়ে চেকের মাধ্যমে ১ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টাকা উত্তোলনের পর ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে তিনি টাকা গুনছিলেন। এ সময় অপরিচিত ৪-৫ জনের একটি প্রতারক চক্র গ্রাহক সেজে তার পাশে এসে দাঁড়ায় এবং কৌশলে স্কোপোলামিন (জনপ্রিয়ভাবে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত) নাকে-মুখে ছিটিয়ে দেয়। এরপর তিনি পুরোপুরি প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যান এবং নিজের অজান্তেই টাকাগুলো তাদের হাতে তুলে দেন।

ব্যাংক থেকে বের হওয়ার পর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে এবং তিনি বুঝতে পারেন, তার টাকা নিয়ে প্রতারকরা পালিয়ে গেছে।

১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে সামসুন নাহার এ ঘটনায় বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। আমরা এ ঘটনায় তদন্ত করছি এবং প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এদিকে, বুড়িচং সোনালী ব্যাংকের ম্যানেজার জহুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৪-৫ জন প্রতারক খুব চতুরভাবে ওই নারী গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। কিছুদিন আগেও কংশনগর সোনালী ব্যাংকে এমনই ঘটনা ঘটেছিল। আমরা সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি এবং প্রতারকদের ধরিয়ে দিতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে সোনালী ব্যাংকের নারী গ্রাহকের ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই

SBN

SBN

শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করলো প্রতারক চক্র!

বুড়িচংয়ে সোনালী ব্যাংকের নারী গ্রাহকের ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই

আপডেট সময় ০১:১৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং সদরে অবস্থিত সোনালী ব্যাংকের ভেতরে এক নারী গ্রাহকের নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) ছিটিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুড়িচং থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঘটনাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টার দিকে বুড়িচং সদরের ইসলাম কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের ভেতরে।

ভুক্তভোগী মোসা. সামসুন নাহার (৪৫), পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের জব্বার মাওলভী বাড়ির মো. আব্দুল মালেকের স্ত্রী। তিনি জানান, তার এক ছেলে ও দুই ভাই বর্তমানে সৌদি আরবে কর্মরত। পরিবারের ঋণ ছিল প্রায় ১৫ লাখ টাকা। বিদেশ থেকে পাঠানো কিস্তির টাকা পরিশোধ করতে তিনি ব্যাংকে গিয়ে চেকের মাধ্যমে ১ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টাকা উত্তোলনের পর ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে তিনি টাকা গুনছিলেন। এ সময় অপরিচিত ৪-৫ জনের একটি প্রতারক চক্র গ্রাহক সেজে তার পাশে এসে দাঁড়ায় এবং কৌশলে স্কোপোলামিন (জনপ্রিয়ভাবে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত) নাকে-মুখে ছিটিয়ে দেয়। এরপর তিনি পুরোপুরি প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যান এবং নিজের অজান্তেই টাকাগুলো তাদের হাতে তুলে দেন।

ব্যাংক থেকে বের হওয়ার পর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে এবং তিনি বুঝতে পারেন, তার টাকা নিয়ে প্রতারকরা পালিয়ে গেছে।

১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে সামসুন নাহার এ ঘটনায় বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। আমরা এ ঘটনায় তদন্ত করছি এবং প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এদিকে, বুড়িচং সোনালী ব্যাংকের ম্যানেজার জহুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৪-৫ জন প্রতারক খুব চতুরভাবে ওই নারী গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। কিছুদিন আগেও কংশনগর সোনালী ব্যাংকে এমনই ঘটনা ঘটেছিল। আমরা সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি এবং প্রতারকদের ধরিয়ে দিতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি।”