
সৌরভ মাহমুদ হারুন
বৃহস্পতিবার রাতে ১৩ মার্চ কুমিল্লার ১০ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের মোকাম ইউনিয়ন এর কাবিলা এলাকায় অভিযান চালায়। এসময় আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত এর উপস্থিতিতে বিজিবি এবং র্যাব সদ্যদের সমন্বয়ে ১ টি বিশেষ টাস্কফোর্স দল গঠন করে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মালিক বিহীন অবস্থায় ১৪,১৫,৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি এবং অবৈধ মালামাল বহনকারী একটি ট্রাক আটক করা হয়। যার সর্বমোট মূল্য- ৩ কোটি ৮ আট লক্ষ ৮ হাজার টাকা। জব্দকৃত সকল অবৈধ দ্রব্যসামগ্রী বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হয়েছে।