ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভুয়া ভাউচারে ২৫ লক্ষ টাকা আত্মসাত Logo হাতীবান্ধায় বিছানার নিচ থেকে মাদক উদ্ধার, যুবক আটক Logo নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক যুবকের এক বছরের কারাদণ্ড Logo বুড়িচংয়ে কলেজ ছাত্র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo এ্যাম্বুলেন্স নিতিমালা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লায় মানববন্ধন Logo চীন-যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যুতে প্রাথমিক ঐকমত্যে Logo আসিয়ান-প্লাস সহযোগিতা পূর্ব এশিয়ার প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি: লি ছিয়াং Logo উদ্ভাবন, উন্মুক্ততা ও ভাগ করা উন্নয়ন: ওয়াশিংটনে সিএমজি’র বৈশ্বিক সংলাপ Logo ভারত-চীন ফ্লাইট পুনরায় চালু: চার বছর পর আকাশে নতুন সংযোগ Logo চট্টগ্রামে ব্যানার টানানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে যুবদলকর্মী নিহত

বুড়িচংয়ে কলেজ ছাত্র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

সৌরভ মাহমুদ হারুন

বুড়িচংয়ে কলেজ ছাত্র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সহযোগিতার অভিযোগে মেয়ের প্রেমিকের বন্ধু কলেজ ছাত্র তুহিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তুহিন কুমিল্লা বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের ছাত্র। সে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর বাহেরচর গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। তুহিন হত্যায় অভিযুক্ত সাইফুল ইসলাম বাবুসহ অন্যান্যদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী এবং শিক্ষার্থীরা। মঙ্গলবার বুড়িচং উপজেলা সদরে বুড়িচং – মীরপুর সড়ক ২ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার গোবিন্দপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সম্প্রতি তার প্রেমিকের সাথে পালিয়ে যান। পালিয়ে গিয়ে মেয়ে ফেসবুকে লাইভে তারা বিয়ে করেছেন বলে জানাান। এজন্য কাউকে হয়রানি না করতে বলেন। এদিকে মেয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় সহযোগিতা করেছেন মেয়ের প্রেমিকের বন্ধু তুহিন এই সন্দেহে তাকে ধরে নিয়ে যান সাইফুল ইসলাম। গত ২০ অক্টোবর রাতে তুহিনকে ধরে নিয়ে যান। তাকে গোবিন্দপুর গ্রামে একটি ভবনে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। ঢাকার একটি হাসপাতালের লাইফ সাপোর্টে থেকে ৫দিন পর তুহিন সোমবার মারা যান।

মানববন্ধনে বক্তব্য রাখেন এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, অধ্যাপক মোঃ কামরুল হাসান নাসিম, সহকারী অধ্যাপক সুমন মিত্র, এনামুল হক, আবুল হাশেম, ফুপু মিলন বেগম, চাচা জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া, যুগ্ম আহবায়ক হৃদয় হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জামিলুর রহমান তানিম,সাব্বির আহমেদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মহিবুর রহমান, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন ভূইয়া মেম্বার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম শেফাউল করিম মেম্বার, নুরুল ইসলাম, ফারুক আহমেদ ও আলমগীর হোসেন প্রমুখ।

এদিকে ২০ অক্টোবর তুহিনের মা ফেরদৌসী আক্তার সাইফুল ইসলাম বাবুসহ ৪ জনকে অভিযুক্ত করে বুড়িচং থানায় অভিযোগ করেন। অন্যান্য অভিযুক্তরা হলেন নাফিজ উদ্দিন, জহির মিয়া ও আবদুল আলিম।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, দ্রুতই এ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য সার্বক্ষণিক বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করছেন।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, অভিযোগ দায়েরের সাথে সাথে মামলাটি গ্রহণ করা হয়। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভুয়া ভাউচারে ২৫ লক্ষ টাকা আত্মসাত

SBN

SBN

বুড়িচংয়ে কলেজ ছাত্র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৫:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

সৌরভ মাহমুদ হারুন

বুড়িচংয়ে কলেজ ছাত্র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সহযোগিতার অভিযোগে মেয়ের প্রেমিকের বন্ধু কলেজ ছাত্র তুহিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তুহিন কুমিল্লা বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের ছাত্র। সে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর বাহেরচর গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। তুহিন হত্যায় অভিযুক্ত সাইফুল ইসলাম বাবুসহ অন্যান্যদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী এবং শিক্ষার্থীরা। মঙ্গলবার বুড়িচং উপজেলা সদরে বুড়িচং – মীরপুর সড়ক ২ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার গোবিন্দপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সম্প্রতি তার প্রেমিকের সাথে পালিয়ে যান। পালিয়ে গিয়ে মেয়ে ফেসবুকে লাইভে তারা বিয়ে করেছেন বলে জানাান। এজন্য কাউকে হয়রানি না করতে বলেন। এদিকে মেয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় সহযোগিতা করেছেন মেয়ের প্রেমিকের বন্ধু তুহিন এই সন্দেহে তাকে ধরে নিয়ে যান সাইফুল ইসলাম। গত ২০ অক্টোবর রাতে তুহিনকে ধরে নিয়ে যান। তাকে গোবিন্দপুর গ্রামে একটি ভবনে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। ঢাকার একটি হাসপাতালের লাইফ সাপোর্টে থেকে ৫দিন পর তুহিন সোমবার মারা যান।

মানববন্ধনে বক্তব্য রাখেন এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, অধ্যাপক মোঃ কামরুল হাসান নাসিম, সহকারী অধ্যাপক সুমন মিত্র, এনামুল হক, আবুল হাশেম, ফুপু মিলন বেগম, চাচা জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া, যুগ্ম আহবায়ক হৃদয় হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জামিলুর রহমান তানিম,সাব্বির আহমেদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মহিবুর রহমান, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন ভূইয়া মেম্বার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম শেফাউল করিম মেম্বার, নুরুল ইসলাম, ফারুক আহমেদ ও আলমগীর হোসেন প্রমুখ।

এদিকে ২০ অক্টোবর তুহিনের মা ফেরদৌসী আক্তার সাইফুল ইসলাম বাবুসহ ৪ জনকে অভিযুক্ত করে বুড়িচং থানায় অভিযোগ করেন। অন্যান্য অভিযুক্তরা হলেন নাফিজ উদ্দিন, জহির মিয়া ও আবদুল আলিম।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, দ্রুতই এ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য সার্বক্ষণিক বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করছেন।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, অভিযোগ দায়েরের সাথে সাথে মামলাটি গ্রহণ করা হয়। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।