
বৃষ্টি মাগধী প্রকৃতি
– মো.খলিলুর রহমান
বৃষ্টি-মাগধী রুপে প্রকৃতি সেজেছে ওই
নবরুপে চুপেচুপে শোভন-বসনা সই
সবুজ চাদোয়া ঢাকা রুপসী পৃথ্বী আজ
সেজেছে মনোহরা মোহন কারুকাজ।
মগন হৃদ মম সে রুপ দর্শনে,
কী সুধা লুকানো ঐ গগন বর্ষণে!
বারিদ ঝর ঝর ঝরিছে অবিরত,
বাজিছে অন্তরে টাপুর অনুব্রত।
মানব অন্তরে সুখন অনুভূতি,
সৃজে যে ঐ রুপ ও দৃঢ প্রতীতী,
জাগে সুদীপ্তরুপে মগন সব মনে,
কী প্রীতি লুকিয়ে থাকে প্রকৃতি মন্থনে!
কী প্রেম-অনুভবে মেতেছে এই মন!
কী বারি প্রেমবারি করিছ বরষণ?
মায়ারই কায়া গড়ো প্রকৃতি আনমনে,
সৃজনী-সাধ জাগে এ মধু শুভক্ষণে॥