
স্টাফ রিপোর্টার
রোববার বৃহত্তর কুমিল্লা সমিতির (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়) ইফতার মাহফিল রাজধানীর মহাখালীস্থ রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুমি ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
সমিতির সভাপতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ নেয়ামত উল্যা ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ সালেহ উদ্দিন , আইসিটি মন্ত্রণালয়ের সচিব শীর্ষ হায়দার চৌধুরী, সচিব মোঃ শাহজাহান, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক বিভাগের সচিব মোহাম্মদ এহসান এলাহী, ব্যাংকিং বিভাগের সচিব নাজমা মোবারক, সদ্য বিদায়ী সভাপতি কবীর আহমেদ ভুইয়া, ড্যাফোডিল ইউনিভার্সিটি চেয়ারম্যান ড সবুর খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি বেনজির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী হকস বে এর কর্নধার ও বারবিডার সভাপতি সমাজসেবক মোঃ আব্দুল হক সহ অতিরিক্ত সচিব ও যুগ্ন সচিব সহ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ও বৃহত্তর কুমিল্লার কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, খেলোয়ার, অধ্যাপক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।