
শেখ মোমতাজুল করিম শিপলু
কবিকে প্রতিযোগিতায় এনে
করছে রোজ বেইজ্জতি,
কবি করে প্রতিযোগিতা রোজই
অভাব স্বভাব দুর্গতি।
লিখে যান কবি মাধুরী মিশিয়ে
কবিতা ছড়া গল্প,
ছন্দে ছন্দে সুভাস ছড়ায়
কারোরটা হয় অল্প।
যে কবি হন স্বপ্নদ্রষ্টা
জগৎ করেন আলো,
কবিই কবির প্রতিযোগী
বিষয়টা নয় ভালো।
প্রতিযোগিতার আয়োজন করছে যারা
হয়তো নয়কো তারা কবি,
আসল কবি পড়ছে চাপা
ভাসছে নকল ছবি।
কবিকে ইজ্জত দিতে চাইলে
দাও সংবর্ধনা তারে,
কবির ইজ্জত আর মেরো না
প্রতিযোগিতার তরে।
মিলন মেলার নামে কেউবা
ধান্ধাবাজি করে যায়,
লোভ লালসার জন্যই এসব
আত্নপ্রকাশ পায়।
মুক্তির লড়াই ডেস্ক : 


























