
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ এবং অন্যান্য দেশের সঙ্গে যৌথভাবে আরও ন্যায়সঙ্গত ও সমতার ভিত্তিতে বৈশ্বিক পারমাণবিক শাসনব্যবস্থা এগিয়ে নিতে প্রস্তুত চীন। এমনটা বলেছেন চীনের পারমাণবিক শক্তি কর্তৃপক্ষ- সিএইএ-এর মহাপরিচালক শান চোংত্য।
পারমাণবিক শক্তি ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে ঘিরেই হয়েছে সোমবার শুরু হওয়া এ সম্মেলন। বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থাকে সুরক্ষিত রাখার বিষয়গুলোও তুলে ধরা হয়েছে।
ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ের মহাপরিচালক ঘাদা ওয়ালি বরাতে জানা গেল, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি যাতে শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার হয় তা নিশ্চিত করতে আইএইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ‘সম্মেলনটি এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আহ্বান করা হয়েছে। বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে রয়েছে এবং এর সুরক্ষা প্রয়োজন।’
প্রদর্শনীতে চীনের আধুনিকতম পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তি, শিল্প শৃঙ্খলার উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সমন্বয় এবং পারমাণবিক শক্তি ও প্রযুক্তির নানামুখী ব্যবহার তুলে ধরা হয়।
সূত্র:জেনিফার-ফয়সল,সিসিটিভি।