ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের এক অভিনব প্রয়াস ‘ক্রেসেনডো’

কলকাতা সংবাদদাতা

২১ শে মার্চ ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন জাগ্রত সাহিত্য পরিষদের সভাপতি শিহাব রিফাত আলম মহাশয়। উক্ত মঞ্চেই কলেজের সাহিত্য-সংস্কৃতি ক্লাব ‘ক্রেসেনডো’ র তরফ থেকে জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলমকে সম্মানীয় মেম্বারশিপ প্রদান করা হয়।

প্রথমে ক্রেসেনডোর তরফ থেকে তাদের লোগোসহ টিশার্ট ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন ক্রেসেনডোর সেক্রেটারি কলেজের ছাত্রী রিষা ঘোষ এবং তারপর জাগ্রত মহানায়কের হাতে সম্মানীয় মেম্বারশিপ তুলে দেন ক্রেসেনডোর সভাপতি কলেজের ছাত্র ডেভিড সরকার।

জাগ্রত মহানায়ককে মেম্বার হিসেবে পেয়ে ক্রেসেনডো আজ গর্বিত এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেল বলে মত প্রকাশ করেন ডেভিড ও রিষা। জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি সাহিত্য-সংস্কৃতি বিষয়ক এই ক্লাবকে এক অভিনব প্রয়াস বলে উল্লেখ করেছেন এবং একইসঙ্গে ক্লাবের সকল মেম্বার ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে এর কৃতিত্ব কলেজের অধ্যক্ষ ড. মনোজিৎ রায়ের বলে মত জানিয়েছেন। ২০২১ সাল থেকে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি এই ক্লাব সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে চলেছে।

এই ক্লাবের একাধিক শাখা রয়েছে এবং প্রতিটি শাখায় একজনকরে সহ-সভাপতিসহ একাধিক ছাত্রছাত্রী মেম্বার হিসেবে রয়েছে। আর ক্লাবের সভাপতি ও সম্পাদক হিসেবে রয়েছে ডেভিড ও রিষা। কলেজের সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরাই এর মেম্বার হিসেবে রয়েছে।

সামগ্রিকভাবে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক আবহ বজায় রাখতে ক্রেসেনডোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন। জাগ্রতর নায়ক শিহাব রিফাত আলমের সঙ্গে ক্রেসেনডোর মেম্বারদের দীর্ঘ আলাপচারিতা চলে এবং ছাত্রছাত্রীরা ভীষণভাবে উজ্জীবিত হয়। আগামীদিনে জাগ্রতর নায়কের পরামর্শে ক্রেসেনডো আরও মননশীল অনুষ্ঠান পালন করতে পারবে বলে জানিয়েছেন কলেজের গ্রন্থাগারিক ড. জয়দীপ চন্দ্র। সারাদিনধরে নানা অনুষ্ঠান ও আড্ডার মধ্য দিয়ে জাগ্রতর নায়ক ও ক্রেসেনডোর একটি সুন্দর মূহুর্ত তৈরি করেছিল, যা কলেজের একাডেমিক পরিবেশকে নান্দনিক করে তুলেছে এবং কলেজের অধ্যাপকদের কাছেও এটি একটি বড় প্রাপ্তি বলে জানিয়েছেন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড সন্দীপ পাল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের এক অভিনব প্রয়াস ‘ক্রেসেনডো’

আপডেট সময় ১১:১৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪

কলকাতা সংবাদদাতা

২১ শে মার্চ ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন জাগ্রত সাহিত্য পরিষদের সভাপতি শিহাব রিফাত আলম মহাশয়। উক্ত মঞ্চেই কলেজের সাহিত্য-সংস্কৃতি ক্লাব ‘ক্রেসেনডো’ র তরফ থেকে জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলমকে সম্মানীয় মেম্বারশিপ প্রদান করা হয়।

প্রথমে ক্রেসেনডোর তরফ থেকে তাদের লোগোসহ টিশার্ট ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন ক্রেসেনডোর সেক্রেটারি কলেজের ছাত্রী রিষা ঘোষ এবং তারপর জাগ্রত মহানায়কের হাতে সম্মানীয় মেম্বারশিপ তুলে দেন ক্রেসেনডোর সভাপতি কলেজের ছাত্র ডেভিড সরকার।

জাগ্রত মহানায়ককে মেম্বার হিসেবে পেয়ে ক্রেসেনডো আজ গর্বিত এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেল বলে মত প্রকাশ করেন ডেভিড ও রিষা। জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি সাহিত্য-সংস্কৃতি বিষয়ক এই ক্লাবকে এক অভিনব প্রয়াস বলে উল্লেখ করেছেন এবং একইসঙ্গে ক্লাবের সকল মেম্বার ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে এর কৃতিত্ব কলেজের অধ্যক্ষ ড. মনোজিৎ রায়ের বলে মত জানিয়েছেন। ২০২১ সাল থেকে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি এই ক্লাব সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে চলেছে।

এই ক্লাবের একাধিক শাখা রয়েছে এবং প্রতিটি শাখায় একজনকরে সহ-সভাপতিসহ একাধিক ছাত্রছাত্রী মেম্বার হিসেবে রয়েছে। আর ক্লাবের সভাপতি ও সম্পাদক হিসেবে রয়েছে ডেভিড ও রিষা। কলেজের সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরাই এর মেম্বার হিসেবে রয়েছে।

সামগ্রিকভাবে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক আবহ বজায় রাখতে ক্রেসেনডোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন। জাগ্রতর নায়ক শিহাব রিফাত আলমের সঙ্গে ক্রেসেনডোর মেম্বারদের দীর্ঘ আলাপচারিতা চলে এবং ছাত্রছাত্রীরা ভীষণভাবে উজ্জীবিত হয়। আগামীদিনে জাগ্রতর নায়কের পরামর্শে ক্রেসেনডো আরও মননশীল অনুষ্ঠান পালন করতে পারবে বলে জানিয়েছেন কলেজের গ্রন্থাগারিক ড. জয়দীপ চন্দ্র। সারাদিনধরে নানা অনুষ্ঠান ও আড্ডার মধ্য দিয়ে জাগ্রতর নায়ক ও ক্রেসেনডোর একটি সুন্দর মূহুর্ত তৈরি করেছিল, যা কলেজের একাডেমিক পরিবেশকে নান্দনিক করে তুলেছে এবং কলেজের অধ্যাপকদের কাছেও এটি একটি বড় প্রাপ্তি বলে জানিয়েছেন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড সন্দীপ পাল।