
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসে প্রান্তিক ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে এ পোনা মাছ বিতরণ করা হয় এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোহাম্মদ বেলাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা লিলাবতি সিংহ চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসার জয় বনিক।
জানাযায়, ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ ইউনিয়নের ৮০ জন প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে ১০ কেজি করে বিভিন্ন জাতের পোনা জাতীয় মাছ বিতরণ করেন।
মুক্তির লড়াই ডেস্ক : 



























