
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পানি বাজারজাতকরণকরী এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৭ সেপ্টেম্বর রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ পশ্চিম পাড়ার একটি বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার ১ পানি বাজারজাতকরণকরী ব্যবসায়ীকে বিএসটিআই এর অনুমোদন ও বোতলের গায়ে লেবেলিং ব্যতীত অস্বাস্থ্যকর উপায়ে পানি বোতলজাতকরণ ও বাজারজাতকরণের দায়ে এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি বন্ধ করে দেয়া হয়। অভিযানের সময় স্যানিটারী ইন্সপেক্টর এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি ও আনসারের একটি দল সহযোগীতা করেন।