
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্বপোমকাড়া গ্রামে মাদকসেবীদের হামলায় ইউপি সদস্যসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবিষয়ে থানায় একটি অভিযোগ করেন আহত সিরাজুল ইসলামের স্ত্রী দেলোয়ারা বেগম। থানা অভিযোগ ও আহতরা জানান, গত (৬ সেপ্টেম্বর) শনিবার দুপুরে শিদলাই ইউনিয়নের পূর্বপোমকাড়া অলি উল্লাহ পরিত্যক্ত বাড়ীর সামনে ঘটনাটি ঘটে। অভিযোগে জানা গেছে, মাদকসেবী ও ইভটিজাররা একই এলাকার বাসিন্দা। তারা রাস্তার পাশে মাদক সেবন করে রাস্তায় চলাচলরত স্কুল ও কলেজগামী মেয়েদেরকে ইভটিজিং করে থাকে।
গ্রামের লোকজন বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেনকে অবগত করে। সেই সূত্র ধরে ইউপি সদস্য তাদেরকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গতকাল পরিত্যক্ত বাড়ীর সামনে রিফাত মাদক সেবন করে ইভটিজিং করার সময় মেম্বার বিষয়টি নিয়ে কথা বললে মাদকসেবী সিফাতের নের্তৃত্বে ৭/৮ জন পাশের বাড়ীর ঘর থেকে দা, সুইচ গিয়ার, লোহার রড, ও দেশীয় অস্ত্র নিয়ে আলমগীর মেম্বারের উপর হামলা করে। তখন অন্যান্যরা আসলে তাদেরকেও এলোপাথারি কুপিয়ে আহত করে। এসময় আলমগীর মেম্বারের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। আহতরা হলেন- মৃত শামসুল হকের ছেলে মো. সিররাজুল ইসলাম, তার ভাই সেলিম মিয়া, মৃত জুনাব আলীর ছেলে আলমগীর হোসেন মেম্বার, ও সিরাজুল ইসলামের ছেলে মো. রোমান।
হামলাকারীরা হলেন- হাবিবুর রহমানের ছেলে সিফাত, আব্দুল মতিনের ছেলে সিয়াম, হোসেন মিয়ার ছেলে ইয়াছিন, ফিরোজ মিয়ার ছেলে রাহিম, শফিকুল ইসলাম প্রকাশ গাজীর ছেলে রাব্বি, জসিম উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম, ইসমাইলের ছেলে হাবিবুর রহমান, রফিকুল ইসলামের ছেলে শামীম মিয়া, জালাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম প্রকাশ গাজী, মৃত কনু মিয়ার ছেলে ফিরোজ মিয়া, মৃত আলী হোসেনের ছেলে আব্দুল মতিন, মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো হোসেনসহ অজ্ঞাত ৫/৭ জন। আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে সিরাজুল ইসলামের অবস্থা অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সিরাজুল ইসলামের স্ত্রী দেলোয়ারা বেগম বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এবিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমিন বলেন, আমি গতকাল তদন্ত করতে গিয়েছিলাম। তিনি ঘটনা সততা স্বীকার করে বলেন দোষীদের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে।