
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ থানায় মামলা হয়েছে। উপজেলার চান্দলা (শান্তিনগর) গ্রামের কামাল হোসেনের ছেলে হাসিবুল ইসলাম (২৩) এর বিরুদ্ধে এ মামলা হয়েছে । অভিযুক্ত হাসিবুল ইসলামকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সোমবার দুপুরে শিশুটি অন্যান্য শিশুদের সাথে খেলা করার সময় হাসিবুল হোসেন তাকে ডেকে নিয়ে যায়। শিশুটি হাসিবুল হোসেনের ঘরের সামনে গেলে হাসিবুল শিশুটিকে মুখে চাপ দিয়ে ধরে বসতঘরের ভিতরে নিয়ে যায় এবং ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। এ সময় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে হাসিবুল।
পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজি পরে হাসিবুল ইসলামের দরজা বন্ধ অবস্থায় ঘরের মধ্যে খুঁজে পায়। পরবর্তিতে শিশুটি পরিবারের লোকজনের সামনে ঘটনাটি বলে। এব্যাপারে শিশুটির বাবা ১৩ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানায় একটি ধর্ষণ চেস্টা মামলার দায়ের করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। এবং উক্ত ঘটনার আসামীকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























