
ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো : জনতার খবর’র ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় জনতার খবর এর কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জনতার খবর এর নির্বাহী সম্পাদক এইচএম জাকারিয়া জাকির এর সভাপতিত্বে ও বিশিষ্ট কন্ঠ শিল্পী ও সাংবাদিক শাহাদাত হোসেন সোহেলের উপস্থাপনায়, এতে উপস্থিত ছিলেন, জনতার খবর’র উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সাধারণ সম্পাদক বাচিক শিল্পী মো. মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক আইসিটি সম্পাদক জনতার খবর’র সহ-সম্পাদক মো. মুজিবুর রহমান খাঁন, এড. হুমায়ূন কবির, জাতীয় মানবাধিকার সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ খোকন, বৈশাখী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্টাতা সভাপতি মোহাম্মদ হোসেন, এড. শেখ জাহাঙ্গীর, পিস ভিশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শরীফ আহমেদ খান, কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস, বৈশাখী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সামসুল আলম বাবু, বিশিষ্ট নারী সংগঠক কোহিনূর আক্তার প্রিয়া, জনতার খবর’র সম্পাদক আদিত্ব্য কামাল, ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, কবির কলম সংগঠনের সভাপতি তিতাস হুমায়ূন, দৈনিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এনায়েতুর রহমান লিজন, দৈনিক স্বাধীন বাংলা’র স্টাফ রিপোর্টার হালিমা খাতুন, জেলা প্রতিনিধি রেজাউল করিম, তিতাস বার্তা নারী বিষয়ক সম্পাদক সামসুন্নাহার জেনি প্রমূখ।
শেষে কেককাটা ও মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন, মোহাম্মদ মুছা।