
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ৩ ডিসেম্বর ‘সি চিন পিং: দ্য গভর্নেন্স অফ চায়না’ বইয়ের পঞ্চম খণ্ডের ইংরেজি সংস্করণের প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী চীনা ও বিদেশি অতিথিরা বলেন, ‘সি চিন পিং: দ্য গভর্নেন্স অফ চায়না’ এর পঞ্চম খণ্ডটি একটি নতুন যুগের জন্য চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের উপর সি চিন পিংয়ের সর্বশেষ চিন্তাভাবনাগুলোকে ব্যাপকভাবে প্রতিফলিত করে। এটি চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের স্বতন্ত্র বৈশিষ্ট্য, বাস্তবসম্মত পথ এবং উল্লেখযোগ্য অর্জনগুলোকে পদ্ধতিগতভাবে উপস্থাপন করে। পাশাপাশি আধুনিকায়ন অর্জনের জন্য গ্লোবাল সাউথের অন্যান্য দেশগুলোর জন্য মূল্যবান চীনা জ্ঞান ও সমাধান দেয়।
দক্ষিণ আফ্রিকার এএনসির দ্বিতীয় উপ-মহাসচিব এবং প্রেসিডেন্ট কার্যালয়ের পরিকল্পনা, পর্যবেক্ষণ ও মূল্যায়ন মন্ত্রী মারোপেন লামোহোয়েপা তাঁর বক্তব্যে বলেন, ‘সি চিন পিং: দ্য গভর্নেন্স অফ চায়না’ বইয়ের পঞ্চম খণ্ডে চীনা বৈশিষ্ট্যপূর্ণ আধুনিকায়ন, দারিদ্র্য বিমোচন, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা নিয়ে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ধারণাগুলো ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য মূল্যবান শিক্ষা প্রদান করে।
দক্ষিণ আফ্রিকার জাতীয় পরিষদের চেয়ারম্যান সেড্রিক ফ্রোলিক বলেছেন, ‘সি চিন পিং: দ্য গভর্নেন্স অফ চায়না’ বইয়ের পঞ্চম খণ্ডে ভবিষ্যতের উন্নয়নের জন্য চীনের মহা-পরিকল্পনাগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এটি দক্ষিণ আফ্রিকার জন্য চীনের সর্বশেষ উন্নয়ন ধারণা এবং বৈদেশিক নীতি সম্পর্কে জানার একটি সুযোগ করে দিয়েছে।
অনুষ্ঠান চলাকালীন বিদেশি অতিথিদের ‘সি চিন পিং: দ্য গভর্নেন্স অফ চায়না’-এর পঞ্চম খণ্ডের ইংরেজি সংস্করণের কপি উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা আধুনিকীকরণ, গ্লোবাল সাউথ এবং গ্লোবাল গভর্নেন্স, ব্রিকস সহযোগিতা, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং নতুন যুগে চীন-আফ্রিকা সহযোগিতার মতো বিষয়গুলোতে মতামত বিনিময় ও আলোচনা করেন।
তথ্য সূত্র :জিনিয়া-তৌহিদ-ফেই-সিএমজি।
আন্তর্জাতিক: 























