ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবীতে নাগরিক পরিষদের Logo কুমিল্লার দুই সাংবাদিকের ৫ বছরের দুর্বিষহ হয়রানির অবসান Logo ব্রুনাইয়ে প্রবাসীদের ভোট নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন Logo ঝিনাইদহে ২৫’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ Logo নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার Logo খুলনায় আদালতের সামনে কুপিয়ে ও গুলি করে ২ জনকে হত্যা Logo ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ Logo ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি Logo কুমিল্লায় ৯ দিনব্যাপী মেলায় বইপ্রেমীদের সমাগম Logo খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই : ফখরুল

প্রথমবারের মতো ভোটাধিকার পেতে উচ্ছ্বসিত প্রবাসীরা

ব্রুনাইয়ে প্রবাসীদের ভোট নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

ব্রুনাই প্রতিনিধি

ব্রুনাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোট নিবন্ধন কার্যক্রম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রচার–প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৯ নভেম্বর, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রুনাই বিএনপির নেতৃবৃন্দ এ কার্যক্রম শুরু করেন। এই উদ্যোগের ফলে এই প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিতে পারবেন—যা তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত এ অনুষ্ঠানে নেতারা বলেন, দীর্ঘদিন পর প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হওয়ায় বিদেশে থাকা বাংলাদেশের নাগরিকরা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন।

ব্রুনাই বিএনপির আহ্বায়ক মোঃ শাহজালাল মাসুদ বলেন,
“প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে অপরিসীম অবদান রাখছেন। এবার তাদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় গণতান্ত্রিক অধিকার আরও দৃঢ় হবে। এটি দেশের জন্য যেমন ইতিবাচক, তেমনি প্রবাসীদের জন্যও ঐতিহাসিক একটি মুহূর্ত।”

ব্রুনাই বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সালেহ বলেন,
“অনেক প্রবাসী প্রথমবারের মতো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছেন। আমরা তাদের তথ্যসেবা, পরামর্শ ও নিবন্ধন–সহায়তা দিতে মাঠে কাজ করছি। এই সুযোগ যেন কেউ হারিয়ে না ফেলেন—সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করছি।”

যুগ্ম সদস্য সচিব মোঃ মুশফিকুর রহমান সোহান বলেন,
“প্রবাসীরা ভোট দিতে পারবে—এ খবর তাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রবাসীদের কাছে পৌঁছে নিবন্ধন–সহায়তা প্রদান করতে আমরা পরিকল্পিত কার্যক্রম পরিচালনা করছি।”

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সাংগঠনিক নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের মাঝে সচেতনতা বাড়াতে ক্যাম্প স্থাপন, তথ্যসেবা প্রদান এবং ভোট নিবন্ধন–সংক্রান্ত সকল কাজ নিয়মিতভাবে চলবে।

অনুষ্ঠানের শেষে নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং প্রবাসী বাংলাদেশিদের মঙ্গল কামনা করে দোয়া–মোনাজাত করেন। দেশের শান্তি, স্থিতি ও গণতন্ত্রের অগ্রগতির জন্যও প্রার্থনা করা হয়।

নেতারা আশা প্রকাশ করেন—এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের ভোটপ্রক্রিয়ায় অংশগ্রহণের নতুন দিগন্ত খুলে দেবে এবং দেশের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় করবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবীতে নাগরিক পরিষদের

SBN

SBN

প্রথমবারের মতো ভোটাধিকার পেতে উচ্ছ্বসিত প্রবাসীরা

ব্রুনাইয়ে প্রবাসীদের ভোট নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় ০২:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

ব্রুনাই প্রতিনিধি

ব্রুনাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোট নিবন্ধন কার্যক্রম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রচার–প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৯ নভেম্বর, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রুনাই বিএনপির নেতৃবৃন্দ এ কার্যক্রম শুরু করেন। এই উদ্যোগের ফলে এই প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিতে পারবেন—যা তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত এ অনুষ্ঠানে নেতারা বলেন, দীর্ঘদিন পর প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হওয়ায় বিদেশে থাকা বাংলাদেশের নাগরিকরা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন।

ব্রুনাই বিএনপির আহ্বায়ক মোঃ শাহজালাল মাসুদ বলেন,
“প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে অপরিসীম অবদান রাখছেন। এবার তাদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় গণতান্ত্রিক অধিকার আরও দৃঢ় হবে। এটি দেশের জন্য যেমন ইতিবাচক, তেমনি প্রবাসীদের জন্যও ঐতিহাসিক একটি মুহূর্ত।”

ব্রুনাই বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সালেহ বলেন,
“অনেক প্রবাসী প্রথমবারের মতো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছেন। আমরা তাদের তথ্যসেবা, পরামর্শ ও নিবন্ধন–সহায়তা দিতে মাঠে কাজ করছি। এই সুযোগ যেন কেউ হারিয়ে না ফেলেন—সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করছি।”

যুগ্ম সদস্য সচিব মোঃ মুশফিকুর রহমান সোহান বলেন,
“প্রবাসীরা ভোট দিতে পারবে—এ খবর তাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রবাসীদের কাছে পৌঁছে নিবন্ধন–সহায়তা প্রদান করতে আমরা পরিকল্পিত কার্যক্রম পরিচালনা করছি।”

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সাংগঠনিক নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের মাঝে সচেতনতা বাড়াতে ক্যাম্প স্থাপন, তথ্যসেবা প্রদান এবং ভোট নিবন্ধন–সংক্রান্ত সকল কাজ নিয়মিতভাবে চলবে।

অনুষ্ঠানের শেষে নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং প্রবাসী বাংলাদেশিদের মঙ্গল কামনা করে দোয়া–মোনাজাত করেন। দেশের শান্তি, স্থিতি ও গণতন্ত্রের অগ্রগতির জন্যও প্রার্থনা করা হয়।

নেতারা আশা প্রকাশ করেন—এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের ভোটপ্রক্রিয়ায় অংশগ্রহণের নতুন দিগন্ত খুলে দেবে এবং দেশের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় করবে।