
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গত (বৃহস্পতিবার) বিকেলে বেইজিংয়ে মহাগণভবনে ব্রুনেইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহর সঙ্গে বৈঠকে মিলিত হন।
লি ছিয়াং বলকিয়াহকে বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আপনার সঙ্গে বৈঠককালে চীন-ব্রুনেই অভিন্ন কল্যাণের সমাজ নিয়ে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছান। দু’পক্ষের পারস্পরিক কল্যাণকর সহযোগিতা আরো বড় আকারে প্রসারিত হবে। চীন, ব্রুনেই’র সঙ্গে অব্যাহতভাবে আর্থ-বাণিজ্যিক সহযোগিতার মান উন্নীত করে, ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতামূলক পরিকল্পনা নবায়ন কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্মাণ দ্রুততর করতে, তথ্য শিল্প, বৈজ্ঞানিক উদ্ভাবন, সবুজ উন্নয়ন ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযযোগিতা জোরদার করতে এবং অর্থনীতির নতুন চালিকা শক্তি লালন করতে চায়। এ ছাড়া ব্রুনেই’র আরো বেশি উচ্চমানের কৃষি ও জলজ পণ্য আমদানি করতে এবং যোগ্যতাসম্পন্ন চীনা প্রতিষ্ঠানকে ব্রুনেইতে বিনিয়োগ করতে উৎসাহিত করতে ইচ্ছুক।
চীন,ব্রুনেইসহ আসিয়ানের বিভিন্ন দেশের সঙ্গে আরো ঘনিষ্ঠ চীন-আসিয়ান অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করতে চায়।
বলকিয়াহ বলেন, তাঁর দেশ চীনের সঙ্গে সম্পর্ককে উচ্চ মূল্যায়ন করে এবং দৃঢ়ভাবে একচীন নীতিতে অবিচল রয়েছে। ব্রুনেই চীনের সঙ্গে আর্থ-বাণিজ্য, পেট্রোকেমিক্যাল, কৃষি, ডিজিটাল অর্থনীতি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করতে, ব্রুনেই-কুয়াংসি অর্থনৈতিক করিডোর নির্মাণ বেগবান করতে, সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে ব্রুনেই-চীন অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করতে ইচ্ছুক। ব্রুনেই আন্তর্জাতিক বিষয়াদিতে চীনের গুরুত্বপূর্ণ ভুমিকার প্রশংসা করে এবং ‘আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় অংশীদারিত্বের জন্য ব্যাপক এবং প্রগতিশীল চুক্তি’ সিপিটিপিপি-তে দেশটির যোগদানকে সমর্থন করে।
সূত্র: প্রেমা-হাশিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।