
মো- স্বপন মিয়া। অজোপাড়া গা থেকে শুণ্য হাতে গাজীপুরে অবস্থান। কাজ করতেন ইটভাটার চৌকিদার হিসেবে। এ নিয়ে কোন রকম মানবেতর জীবন-যাপন করতেন স্বপন মিয়া। কিন্তু হঠাত করে আঙ্গুল ফুলে কলাগাজ বনে যান এই স্বপন মিয়া।
গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। দৃশ্যমান কোন ব্যবসা বাণিজ্য না থাকলে ও স্বপন মিয়া এখন কোটি টাকার মালিক। আলিশান বাড়ি, গাড়ি, স্ত্রীর নামে কোটি টাকার এফডিআর, গয়নাসহ আছে তার কারি কারি টাকা। হঠাত করে তার এরকম টাকার টাকশাল হওয়ার রহস্য কি?
আমাদের অনুসন্ধানী প্রতিবেদকের তথ্যনুযায়ী-
১৯৯৯ গাজীপুর জেলার সিটি অটো ব্রিকস লিমিটেড কোম্পানির চৌকিদার হিসেবে কাজ করেন স্বপন মিয়া। ২০০১ সালে ইটভাটার মালিকানা পরিবর্তনের পর ব্রোকারের খাতায় নাম লিখেন স্বপন মিয়া। জানা যায়- সরকারের সাথে প্রতারণা করে সরকারি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই স্বপন।
তার প্রতারণার বেশ কিছু তথ্য-উপাত্ত আসছে আমাদের হাতে। এতে দেখা যায়, সরকার গাজীপুরের বেশ কিছু জায়গা অধিগ্রহন করেন। উক্ত জায়গার মূল্য সরকার কর্তৃক পরিশোধ করা হয়। কিন্তু ধুরন্ধর প্রতারক জায়গার মালিককে অতিরিক্ত টাকা সরকার থেকে আদায় করে দিবে মর্ম স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হয়। এতে এই স্বপন মিয়া সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তার এসকল কাজে সরকারি অফিসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজস রয়েছে।
এই স্বপন মিয়া টাকার টাকশাল হওয়ার পর রাতারাতি নাম পরিবর্তন করে এখন স্বপন সরকার হয়ে যান। ৮ম শ্রেণী পাস স্বপন সরকার এখন উপজেলা চেয়ারম্যান হওয়ার স্বপ্নে বিভোর।
বিস্তারিত আগামী সংখ্যায় প্রকাশিত হবে।